Winter In West Bengal: মাঘে পারদ পতন, জমজমাটি শীতে কাবু বঙ্গবাসী

পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে ছন্দে ফিরেছে মাঘের শীত (Winter)। দুদিন ধরে যা ডেমোস্ট্রেশন দেখাচ্ছে তাতে কেঁপে অস্থির বাঙালি। কলকাতা- সহ সমগ্র দক্ষিণবঙ্গে চলছে শীতের ঝোড়ো ব্যাটিং। হাড় কাঁপানো ঠান্ডায় মজেছে গোটা উত্তরবঙ্গ।

Winter (File Photo)

কলকাতা, ১৮ জানুয়ারি: পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে ছন্দে ফিরেছে মাঘের শীত (Winter)। দুদিন ধরে যা ডেমোস্ট্রেশন দেখাচ্ছে তাতে কেঁপে অস্থির বাঙালি। কলকাতা- সহ সমগ্র দক্ষিণবঙ্গে চলছে শীতের ঝোড়ো ব্যাটিং। হাড় কাঁপানো ঠান্ডায় মজেছে গোটা উত্তরবঙ্গ। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে জাঁকিয়ে পড়েছে শীত। কলকাতা, লাগোয়া দমদম, সল্টলেকেও মাঘের শীত টের পাওয়া যাচ্ছে। দিঘা, কাঁথির মতো উপকূলীয় জেলাতেও মাঘের শীত জমজমাট।কলকাতায় যেমন সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রিতে নামবে। তেমনই সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে।উত্তরবঙ্গেও চালিয়ে খেলছে মাঘের শীত। দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদের সকাল হচ্ছে কুয়াশায় মোড়া। শিলিগুড়িতে তাপমাত্রা নেমেছে নয়ে। জলপাইগুড়িতে ৯.৮। 

হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন এই ঠান্ডা স্থায়ী হলেও ফের পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাতের দিকে বাড়বে তাপমাত্রা।শুক্রবার এর জেরে বৃষ্টি হতে পারে দুই বঙ্গেই। তবে তার আগের কয়েকটি দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে মেঘমুক্ত আকাশে ঝকঝকে রোদ্দুর। সঙ্গে জাঁকিয়ে ঠান্ডা।



@endif