West Bengal Weather Update: উধাও বৈশাখী গরম, আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

এপ্রিলের একেবারে শেষে এসে উধাও বৈশাখী গরম। পর পর কয়েক দিনের ঝড়বৃষ্টির (Thunderstorm) জেরে আবহাওয়া একেবারে মনোরম। আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা হেরফের হবে না।

Thunderstorm (File Photo)

কলকাতা, ৬ মে:  এপ্রিলের একেবারে শেষে এসে উধাও বৈশাখী গরম। পর পর কয়েক দিনের ঝড়বৃষ্টির (Thunderstorm) জেরে আবহাওয়া একেবারে মনোরম। আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা হেরফের হবে না। এমনকী, এদিনও সন্ধ্যার পরে নামবে বৃষ্টি। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইব ঝোড়ো হাওয়া। শুক্রবার কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস।