Winter In West Bengal:মেঘ কাটতেই উত্তুরে হাওয়ার শিরশিরানি, ফিরল শীত
শীত যেন শেষবেলায় ভেলকি দেখাচ্ছে। রিমঝিম বৃষ্টির পর শুক্রবার কাল থেকে ঝকঝকে রোদ্দুর সঙ্গে উত্তুরে হাওয়ার শিরশিরানি। ফিরছে শীত।বেলা যত গড়াবে আকাশ তৎপর পরিষ্কার হবে।
কলকাতা, ১১ ফেব্রুয়ারি: শীত (Winter) যেন শেষবেলায় ভেলকি দেখাচ্ছে। রিমঝিম বৃষ্টির পর শুক্রবার কাল থেকে ঝকঝকে রোদ্দুর সঙ্গে উত্তুরে হাওয়ার শিরশিরানি। ফিরছে শীত।বেলা যত গড়াবে আকাশ তৎপর পরিষ্কার হবে। আর বাড়বে ঠান্ডা। হাওয়া অফিস জানাচ্ছে, রাতে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। আগামী দুদিন, অর্থাৎ উইকএন্ডে ঠান্ডা এবার জমজমাট থাকবে। ৭২ ঘণ্টা শীত ঝড়ের বেগে একটা ইনিংস খেলতে শেষবেলায় মাঠে নেমে পড়েছে। তবে সোমবার থেকে ফের চড়বে পারদ।
চলতি বছরে পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গবাসীকে ভালোই নাকাল করেছে। শীতের পিছু পিছু বর্ষা এসেছে। পৌষ মাঘে। তবুও তার মধ্যে ছোট পরিসরেও শীতকে চুটিয়ে উপভোগ করেছে রাজ্যবাসী। তবে এবার বিদায়ের পালা। তার আগে যে এমন ঘুরে দাঁড়াবে উত্তুরে হাওয়া, তাই বা কে জানত। অন্যদিকে দক্ষিণবঙ্গ যখন ঝকঝকে আকাশে শীতের আনাগোনা, উত্তর তখনও বৃষ্টি মুখর। আজও সেখানে বর্ষারানির পায়ের ধুলো পড়বে।