Monsoon In West Bengal: আজ দিনভর বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাতে দফায় দফায় বৃষ্টি
অবশেষে বর্ষা এল দক্ষিণবঙ্গে (Monsoon In West Bengal)। সপ্তাহের প্রথম দিনেই কলকাতা সহ আরও তিন জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বদলাতে চলেছে আবহাওয়া।
কলকাতা, ২৫ জুলাই: অবশেষে বর্ষা এল দক্ষিণবঙ্গে (Monsoon In West Bengal)। সপ্তাহের প্রথম দিনেই কলকাতা সহ আরও তিন জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বদলাতে চলেছে আবহাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমতে চলেছে তাপমাত্রার পারদও। গতকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে কলকাতায়। আজ সকালেও হয়েছে বৃষ্টি। আকাশ মেঘলা, স্বভাবতই পারদ নেমেছে তড়তড়িয়ে। আরও পড়ুন- Partha Chatterjee Arrives At AIIMS Bhubaneswar: ভুবনেশ্বরের এইমসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়, দেখুন ভিডিও
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, গতকালের থেকে তুলনামূলক বৃষ্টি বাড়বে সোমবার। দফায় দফায় ভিজবে তিলোত্তমা। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা বেশ খানিকটা কমেও গেছে। বৃষ্টি বাড়লে আদ্রতা জনিত অস্বস্তিও কমবে।
সোমবার দিল্লিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজতে পারে রাজধানী। পাশাপাশি তেলেঙ্গানাতেও ভারী বৃষ্টি হবে