West Bengal Weather Update: পড়ন্ত পৌষে চড়ছে পারদ, দিনভর বৃষ্টির পূর্বাভাস

পৌষের আমেজ আবার বঙ্গবাসীর কপালে নেই। তাই তো বিদায় বেলায় পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উধাও শীত। বুধবারের সকাল দেখে কে বলবে এটা পৌষ চলছে।

Rain (Photo Credit: Facebook)

কলকাতা, ১২ জানুয়ারি:  পৌষের আমেজ আবার বঙ্গবাসীর কপালে নেই। তাই তো বিদায় বেলায় পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উধাও শীত। বুধবারের সকাল দেখে কে বলবে এটা পৌষ চলছে। ঘন কুয়াশায় চাদর গায়ে গুড়ি গুড়ি বৃষ্টি উপভোগ করছে পৌষ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। শীতে কাবু হয়ে নয়, রীতিমতো ঠান্ডা লাগার ভয়ে গরম পোশাক গায়ে চড়িয়েছে মানুষ। তবে হাওয়া অফিস থেকে কোনও আশার খবর শোনাতে পারেনি। আজ দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি  হবে।  কলকাতাও বাদ পড়ছে না। শহরের আকাশ থাকবে মেঘে ঢাকা। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আরও পড়ুন-Swami Vivekananda's Quotes & Messages: আজ বিবেকানন্দের জন্মদিন, আপনজনকে শেয়ার করুন এই মহামানবের বাণী ও উদ্ধৃতি

এখই অবস্থা থাকবে আগামী কাল বৃহস্পতিবারও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ওড়িশা, ঝাড়খণ্ড ও এ রাজ্যে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। ওড়িশার উপকূলবর্তী এলাকায় কমলা সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবারের পরে আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে পৌষে ফের শীত ফিরবে কি না তানিয়ে আবহাওয়া বিদরা কোনও মন্তব্য করেননি।



@endif