West Bengal Monsoon: সক্রিয় মৌসুমি অক্ষরেখা, বজ্রপাতের আশঙ্কার মধ্যেই দিনভর বৃষ্টিতে ভিজবে রাজ্য

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গত সপ্তাহভর রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত (West Bengal Monsoon) হয়েছে। এই টানা বৃষ্টিতে হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটে৷

প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

কলকাতা, ৯ আগস্ট: মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গত সপ্তাহভর রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত (West Bengal Monsoon) হয়েছে। এই টানা বৃষ্টিতে হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটে৷ তবে সোমবারেও যে আবহাওয়া পরিস্থিতির বিশেষ উন্নতি হবে, সকাল বেলার আকাশ দেকে তেমনটা মনে হচ্ছে না৷ সকাল থেকেই আকাশজুড়ে মেঘের খেলা, কোথাও রোদ্দুরের ছিটেফোটাও নেই৷ এদিকে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বলছে,এদিনও শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ সঙ্গে রয়েছে বজ্রপাতের সতর্কতাও৷ তবে উত্তরবঙ্গের জেলাগুলিও বৃষ্টির কবলে পড়বে৷ দক্ষিণের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে৷ আরও পড়ুন-Mirabai Chanu Birthday: পরিবারের সঙ্গে জন্মদিন পালন মীরাবাই চানুর, শেয়ার করলেন ছবি

সারা সপ্তাহ জুড়েই মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের প্রথম পাঁচদিন সূর্যের দেখা মিলবে না বললেই চলে। সপ্তাহান্তে বৃষ্টিপাত সামান্য কমবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে পুরুলিয়া থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যা ক্রমশ উত্তর দিকে সরে যাচ্ছে। এই সপ্তাহের শুরুতে ওই অক্ষরেখার অবস্থান করার কথা উত্তরবঙ্গে। আর এই কারণেই রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা, ২৪ পরগনা-সহ দুই বঙ্গের একাধিক জেলায়। সোমবার থেকে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পঙে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে৷ তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি তাকবে৷ তাই বৃষ্টি হলেও গরম কমার সম্ভাবনা নেই৷