West Bengal Monsoon: সকাল থেকে ভারী বর্ষণে দক্ষিণবঙ্গ, জলমগ্নের আশঙ্কা কলকাতা ও দুই ২৪ পরগনায়
“ গগনে গর্জে মেঘ ঘন বরষা…।” দক্ষিণবঙ্গে আজ এমনই আবহাওয়া। সাতসকালেই ভারী বর্ষণে (Heavy Rain) জল থই থই চারদিক। বৃষ্টির যেন বিরাম নেই। সকাল থেকেই আকাশের মুখ ভার। কালো মেঘে ঢেকে গেছে আকাশ।
কলকাতা, ২৩ অগাস্ট: “গগনে গর্জে মেঘ ঘন বরষা…।” দক্ষিণবঙ্গে আজ এমনই আবহাওয়া। সাতসকালেই ভারী বর্ষণে (Heavy Rain) জল থই থই চারদিক। বৃষ্টির যেন বিরাম নেই। সকাল থেকেই আকাশের মুখ ভার। কালো মেঘে ঢেকে গেছে আকাশ। সকাল থেকেই হচ্ছে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী দুই থেকে তিন ঘন্টায় কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে, নিচু এলাকাগুলিতে জল জমে যেতে পারে। আরও পড়ুন- Coronavirus Cases In India: আশা জাগাচ্ছে নিম্নমুখী সংক্রমণ, ফের কোণঠাসা করোনা
আলিপুর আবহাওয়া দদপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার দিনভর বৃষ্টি হতে পারে এবং বুধবারেও দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে বৃষ্টি। মঙ্গলবার সারাদিনই আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি। আষাঢ় ও শ্রাবণ মাসে বৃষ্টি সেভাবে না পেলেও কয়েকদিন আগেই নিম্নচাপের ফলে বৃষ্টি পেয়েছে রাজ্য।উত্তরবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে পার্বত্য অঞ্চলগুলিতে।