Monsoon In West Bengal: রাজ্যজুড়ে শুরু বৃষ্টি, মুম্বইতে জারি সতর্কতা; গুজরাতে বন্যা পরিস্থিতি
দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি (Monsoon In West Bengal), অবশেষে চলে এসেছে বর্ষাকাল। আগামী পাঁচ দিন ধরে বৃষ্টিতে ভিজবে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতা। বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাতও।
কলকাতা, ১২ জুলাই: দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি (Monsoon In West Bengal), অবশেষে চলে এসেছে বর্ষাকাল। আগামী পাঁচ দিন ধরে বৃষ্টিতে ভিজবে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতা। বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাতও। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে আপেক্ষিক আদ্রতা ৮২ শতাংশ থাকায় , আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
অন্যদিকে ভারী বর্ষণের জেরে প্লাবিত মুম্বই। আবহাওয়া দপ্তর সেখানে রেড অ্যালার্ট জারি করেছে। টানা বৃষ্টিতে জলের তলায় গুজরাটের বিস্তীর্ণ এলাকা। সেখানে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। সকাল থেকেই বর্ষণ মুখর রাজধানী দিল্লি। বিহারেও শুরু হয়েছে বৃষ্টি। আরও পড়ুন- Coronavirus Cases In India: দেশে নতুন করোনা রোগী ১৩,৬১৫ জন, মৃত্যু ২০ জনের
অবশেষে রাজ্যে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি। আগামী কয়েক দিন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনাও হাওড়া, হুগলিতে চলবে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও।