Weather Update In West Bengal: সপ্তাহের শুরুতে রাজ্যজুড়ে বৃষ্টি, শীতের পূর্ভাবাস হাওয়া অফিসের

নভেম্বরে আকাশ কালো করে বৃষ্টি এল (West Bengal Rain) রাজ্যজুড়ে। এই বৃষ্টি শেষে শীতের প্রভাব পড়বে। তবে ১৬ নভেম্বর থেকে শীতের আমেজ শুরু হলেও শীত পড়তে পড়তে ২১ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Rain, Representational Image (Photo Credits: File Photo)

কলকাতা, ১৫ নভেম্বর:  নভেম্বরে আকাশ কালো করে বৃষ্টি এল  (West Bengal Rain) রাজ্যজুড়ে। এই বৃষ্টি শেষে শীতের প্রভাব পড়বে। তবে ১৬ নভেম্বর থেকে শীতের আমেজ শুরু হলেও শীত পড়তে পড়তে ২১ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এবারের শীতে বৃষ্টির  আসাযাওয়া লেগেই থাকবে। এমনটা জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস। গরম পড়বে বৃষ্টি হবে, তারপর ফের পড়বে ঠাণ্ডা। তবে এই মরশুমের শীতকাল দীর্ঘ হতে চলেছে। অর্থাৎ কলকাতাবাসী যেমন শীতকাল আশা করে টিক তেমন জাঁকিয়ে শীত পড়তে চলেছে শহরে। এমনকী, ফেব্রুয়ারি পর্যন্ত শীত থাকবে এবার।

এদিকে আজ সোমবার শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির কাছাকাছি। রবিবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪। বাতাসের জলীয় বাষ্পের সর্বাধিক ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৯৪ এবং ৬৮ শতাংশ। বিগত ২৪ ঘণ্টায় শহরে ১.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত সপ্তাহ থেকে আকাশে মেঘের ঘনঘটা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে  সপ্তাহান্তে বৃস্টির পূর্বাভাস থাকলেও রবিবার সকাল থেকে তার দেখা মিলল। যদিও শনিবার মেঘের ঘনঘটা কম ছিল না। আরও পড়ুন- Babasaheb Purandare Dies: প্রয়াত বাবাসাহেব পুরন্দারে, টুইটে সমবেদনা প্রধানমন্ত্রীর

রবিবার  দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়। রাতেও চলে বৃষ্টি। সোমবার সকালেও অবিরল ধারায় ঝড়ছে। বেলা বাড়লে যদিও বৃষ্টি কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।