West Bengal Weather Update: দক্ষিণবঙ্গকে ব্রাত্য করে আজ বৃষ্টিতে ভিজবে শুধু শহর কলকাতা, আলিপুর আবহাওয়া দপ্তর

উত্তরবঙ্গে বর্ষা এলেও গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। বৃষ্টির দেখা নেই। উত্তরোত্তর বাড়ছে গরম। আলিপুরের হাওয়া অফিসের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী আজ শহর কলকাতায় বৃষ্টি নামতে পারে বিকেলের দিকে।

Rainfall:(Unsplash)

কলকাতা, ৬ জুন: উত্তরবঙ্গে বর্ষা এলেও গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। বৃষ্টির দেখা নেই। উত্তরোত্তর বাড়ছে গরম।  আলিপুরের হাওয়া অফিসের  (Weather Update) পূর্বাভাস অনুযায়ী আজ শহর কলকাতায় বৃষ্টি নামতে পারে বিকেলের দিকে। যদিও সকল থেকেই মেঘে ঢেকেছে শহরের আকাশ। এদিকে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস মিললেও দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য তেমন কোনও সুখবর শোনাতে পারল নাা হাওয়া অফিস।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ  সর্বাধিক ৬ শতাংশ। সর্বনিম্ন ৫৮ শতাংশ।  তবে আগামী কাল উত্তরবঙ্গ লাগোয়া জেলা মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও নদিয়ায় বৃষ্টি হতে পারে।

এদিকে ভারী বর্ষণে ভিজছেে সমগ্র উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে চলছে লাগাতার বৃষ্টি। অনন্যদিকে কেরালায়  বর্ষাা প্রবেশ করেও ফের উধাও হয়েেছে। এখনও পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাব তেমন দেখা যাচ্ছে না দক্ষিণের এই রাজ্যটিতে।