West Bengal Monsoon: অতি সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে বর্ষণমুখর রাজ্য, জারি কমলা সতর্কতা

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা (West Bengal Monsoon) তৈরি হয়েছে। গতকাল বুধবার থেকে চলছে বৃষ্টি৷ রাতভর কিছুক্ষণ বিরতির পরেপরেই বৃষ্টি চলেছে৷

প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

কলকাতা, ২৯ জুলাই: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা (West Bengal Monsoon) তৈরি হয়েছে। গতকাল বুধবার থেকে চলছে বৃষ্টি৷ রাতভর কিছুক্ষণ বিরতির পরেপরেই বৃষ্টি চলেছে৷ এদিকে বৃহস্পতিবার সকাল থেকে সেই অবস্থার কোনও বদল হয়নি৷ আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, মেদিনীপুর, বাকুড়া, বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে৷ আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে৷ বাংলাদেশের দক্ষিণে নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করাতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এমন দুর্যোগ চলছে বলে খবর৷ মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের উপরেও সক্রিয় থাকায় সেদিকেও বাড়বে বৃষ্টি৷ আজ বৃহস্পতিবার ও আগামী কাল শুক্রবার দুদিনই বর্ষণমুখর থাকবে রাজ্য৷ আরও পড়ুন-Atanu Das Beats Chinese Taipei’s Deng Yu-Cheng In Archery: চিনের সোনাজয়ী অলিম্পিয়ানকে হারালেন বাংলার তিরন্দাজ অতনু দাস

এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬৬.৫ মিলিমিটার। শুক্রবার পর্যন্ত আবিরম বৃষ্টিপাত হলেও শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে দক্ষিণবঙ্গে৷ তবে এই দুদিন সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে৷ শুক্রবার পর্যন্ত তাঁদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ অন্যদিকে শুক্রবারে পশ্চিম মেদিনীপুর,পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



@endif