West Bengal Monsoon: সকাল থেকে মেঘে ঢেকেছে আকাশ, আজও দিনভর বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই বর্ষণমুখর (Monsoon) দক্ষিণবঙ্গ। মঙ্গলবারের পরেও বুধবার সেই ধারা অব্যাহত থাকছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজও দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা শহরে।
কলকাতা, ১৪ সেপ্টেম্বর: পুজোর মুখেই বর্ষণমুখর (Monsoon) দক্ষিণবঙ্গ। মঙ্গলবারের পরেও বুধবার সেই ধারা অব্যাহত থাকছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজও দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা শহরে। সকাল থেকেই আকাশ মেঘে ঢেকেছে। রোদ্দুরের ছিটেফোটাও দৃশ্যমান নয়। এদিকে আজ বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন-Madhya Pradesh: অ্যাম্বুল্যান্স নেই, আহতকে হাসপাতালে পৌঁছে দিল জেসিবি (দেখুন ভিডিও)
তবে একটানা ভারী বর্ষণে কমেছে তাপমাত্রা। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ সেখানে কমে ২৫ ডিগ্রির আশপাশে। তবে আদ্রতার পরিমাণ রয়েছে বাতাসে ৯৭ শতাংশ। তাই অস্বস্তি একটা থাকবেই।
এদিন উত্তর বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, দুই দিনাজপুর ও মালদায়। তবে নিম্নচাপ দুর্বল হয়ে পড়ায় আজ দিনভর বৃষ্টির দেখা মিললেও কাল বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। এদিকে পুজোর মুখে এমন ভারী বর্ষণে কুমোরটুলির শিল্পীদের অবস্থা বেশ সঙ্গীন। মণ্ডপ তৈরির কাজও বাধাপ্রাপ্ত হয়েছে। পুজোর কেনাকাটাতেও বাদ সেধেছে বৃষ্টি।