Monsoon In West Bengal: আগামী বুধবার পর্যন্ত ভারী বর্ষণের মুখে উত্তরবঙ্গ, দার্জিলিং-সহ বেশ কয়েকটি জেলায় জারি কমলা সতর্কতা
খরার গেরো দক্ষিণবঙ্গের মাথায় যেন জাঁকিয়ে বসেছে। কোনওরকম পরিবর্তনের নাম নেই। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে আজ শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণে ভিজবে উত্তরবঙ্গ।
কলকাতা, ২৯ জুলাই: খরার গেরো দক্ষিণবঙ্গের মাথায় যেন জাঁকিয়ে বসেছে। কোনওরকম পরিবর্তনের নাম নেই। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে আজ শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণে ভিজবে উত্তরবঙ্গ। এর জেরে নদীগুলির জলস্তর বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির তৈরি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে সেই অর্থে তেমন বৃষ্টি হবে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আরও পড়ুন-Tenant Forces Elderly Couple To Live On Stairs: মেয়াদ শেষ হলেও ফ্ল্যাট ছাড়েনি ভাড়াটে, বাধ্য হয়ে সপ্তাহভর সিঁড়িতেই থাকলেন প্রৌঢ় দম্পতি
হাওয়া অফিস জানিয়েছে, ভারী বর্ষণের জেরে আজ শুক্রবার থেকে আগামী মঙ্গলবার, ২ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর রয়েছে তালিকায়। একটানা বর্ষমে দার্জিলিঙে ধস নামা সম্ভবনা প্রবল।
উল্লেখ্য, বৃষ্টি সেই ঘুরে ফিরে উত্তরবঙ্গের দিকেই যাচ্ছে। দক্ষিণবঙ্গে চলতি মরশুমে বৃষ্টির ঘাটতি ক্রমশ বেড়েই চলেছে। আকাশে মেঘ জমলেও বৃষ্টি সেভাবে না হওয়ায় তাপমাত্রার পারদ কিছুতেই নামছে না। আদ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে পাল্লা দিয়ে।