West Bengal Monsoon: পুজোর আগে ফের বৃষ্টি, রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস শোনাল হাওয়া অফিস

পুজোর মুখে বৃষ্টি (Monsoon) যেন গিয়েও যাচ্ছে না। ফের ভারী বর্ষণের পূর্বাভাস শোনাল আলিপুরের হাওয়া অফিস। শুক্রবার বেলা পড়তেই মেঘে ঢেকেছে দক্ষিণবঙ্গের আকাশ।

Lightening (File Photo)

কলকাতা, ১৬ সেপ্টেম্বর: পুজোর মুখে বৃষ্টি (Monsoon) যেন গিয়েও যাচ্ছে না। ফের ভারী বর্ষণের পূর্বাভাস শোনাল আলিপুরের হাওয়া অফিস। শুক্রবার বেলা পড়তেই মেঘে ঢেকেছে দক্ষিণবঙ্গের আকাশ। এদিন শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।  বেশ কয়েকদিন পর আজ সকালেই উঠেছিল শরতের রোদ্দুর, তবে তা স্থায়ী হল না। বেলা গড়াতেই কালো মেঘে ঢেকে গেল আকাশ। বেশ কয়েক জায়গায় বৃষ্টিও শুরু হয়েছে এর মধ্যে। আরও পড়ুন-Captain Amarinder Singh Will Join BJP: ১৯ সেপ্টেম্বর বিজেপিতে যোগ দিচ্ছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং

আবহাওয়াবিদরা জানাচ্ছেন,  করে ঘূর্ণাবর্তের জেরে মহালয়ার আগের সপ্তাহে ফের ভিজতে চলেছে রাজ্য।  তবে বৃষ্টি হলেও আদ্রতা জনিত অস্বস্তি কমবে না। এমনকী,  বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রাও। একই সঙ্গে  কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। আগামী রবিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে।

এবার দক্ষিণের পাশাপাশি ভারী বর্ষণ হবে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে। তবে পুজোর আগে এই বর্ষণে কেনাকাটা মাথায় উঠেছে। বিক্রিবাট্টাও সেভাবে জমছে না। পুজো উদ্যোক্তাদের কপালেও চিন্তার ভাঁজ।  কুমোরটুলির শিল্পীদেরও মন খারাপ। রোদ্দুর ঝকঝকে না হলে প্রতিমায় রং কীকরে দেবেন, তানিয়ে দুর্ভাবনা চলছে।