West Bengal Weather Update: বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, বর্ষা এল বলে

নিয়মমতো ১০ জুন বঙ্গে বর্ষা আসে৷ এদিকে উত্তরপূর্ব ভারতে মৌসুমিবায়ু প্রবেশ করলেও করলেও পূর্ব ভারতে এখনও তার দেখা মেলেনি৷ তবে যে রেটে বর্ষা এগোচ্ছে তাতে আগামী ২-৩ দিনের মধ্যে রাজ্যে প্রবেশ করবে বর্ষা৷

প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

কলকাতা, ১০ জুন: নিয়মমতো ১০ জুন বঙ্গে বর্ষা আসে৷ এদিকে উত্তরপূর্ব ভারতে মৌসুমিবায়ু প্রবেশ করলেও করলেও পূর্ব ভারতে এখনও তার দেখা মেলেনি৷ তবে যে রেটে বর্ষা এগোচ্ছে তাতে আগামী ২-৩ দিনের মধ্যে রাজ্যে প্রবেশ করবে বর্ষা৷ এই প্রসঙ্গে আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে ১১ তারিখ থেকে নিম্নচাপ শুরু হতে চলেছে৷ এর হাত ধরেই আসবে বর্ষা৷ তবে আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বৃহস্পতিবার সন্ধে নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুরে৷ তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে৷ এখন একাধিক জেলায় প্রাক বর্ষার বৃষ্টিপাত চলবে৷   আরও পড়ুন-Abhishek Banerjee: কলাপাতায় মধ্যাহ্নভোজ সারা মানুষরা কোথায়, বিজেপিকে কটাক্ষ অভিষেকের

বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ। এদিকে, অমাবস্যার কোটালে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভবনা থাকায় আগামী কাল অর্থাৎ শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ চলতি বছরে বর্ষা হবে স্বাভাবিকভাবেই মৌসমভবন এই রিপোর্ট দিয়েছে৷ জানা গেছে, কারণ এবছর বর্ষা স্বাভাবিক হতে চলেছে।'আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরে জুন থেকে সেপ্টেম্বরে ৯৮ শতাংশ বৃষ্টি হতে পারে।