West Bengal Monsoon: রোদ্দুরের মুখ দেখতে না দেখতেই ফের নিম্নচাপের ভ্রূকুটী, উইকএন্ডে ভিজবে রাজ্য

সোম ও মঙ্গলবারের টানা বৃষ্টির (West Bengal Monsoon) পর বুধবারে খানিকটা স্বস্তিবোধের সুযোগ পেয়েছিল বঙ্গবাসী৷ তবে বৃহস্পতিবারের সকালে আকাশজুড়ে মেঘের আনাগোনা সেই স্বস্তিতে বাদ সাধতে চলেছে৷

Rain, Representational Image (Photo Credits: File Photo)

কলকাতা, ১৬ সেপ্টেম্বর: সোম ও মঙ্গলবারের টানা বৃষ্টির (West Bengal Monsoon) পর বুধবারে খানিকটা স্বস্তিবোধের সুযোগ পেয়েছিল বঙ্গবাসী৷ তবে বৃহস্পতিবারের সকালে আকাশজুড়ে মেঘের আনাগোনা সেই স্বস্তিতে বাদ সাধতে চলেছে৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের আগমন ঘটতে চলেছে৷ শুক্রবার সেটি নিম্নচাপে ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে ওড়িশা এবং বাংলা উপকূলে আসছে৷ এর জেরে শহর কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ ফের বৃষ্টিতে ভিজতে চলেছে৷ তাই এদিনের আকাশে সামান্য রোদ্দুরে ঝলক দেখে বেশি আশা করবেন না৷ কারণ সপ্তাহান্তে ফের ভারীবর্ষণে ভাসতে চলেছে রাজ্য৷ আরও পড়ুন-Lottery Sambad Result September 16: তুঙ্গে বৃহস্পতি, লটারি কেটে ফলাফল জানুন অনলাইনে

পুজোর আগে এমন টানা বৃষ্টিতে জেরবার রাজ্যবাসী৷ শহর থেকে জেলা সর্বত্র ভারী বর্ষণের জেরে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় দুকূল ছাপিয়ে ভাসছে সমতল৷ কলকাতার মহেশতলা, ঠনঠনিয়া, বেহালা, মুক্তারামবাবু স্ট্রিটে জল দাঁড়িয়ে গেছে৷ মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা জলের তলায়৷ রীতিমতো জলযন্ত্রণায় কাটছে সাধারণের জনজীবন৷ পুরুলিয়াতে ভারী বর্ষণের জেরে রেললাইনে ধস নেমেছে৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলির পরিস্থিতিও সঙ্গীন৷ এরমধ্যে ফের বৃষ্টি শুরু হলে বন্যাপরিস্থিতি যে রোখা যাবে না তা বলাই বাহুল্য৷

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ।