Winter In West Bengal: বাঘকে ছেড়ে মাঘের শীত এবার বঙ্গবাসীর গায়ে, কাঁপছে দার্জিলিং
সংক্রান্তি যেতেই ফের উত্তুরে হাওয়ার কনকনানি (Winter In West Bengal)। রাজ্যে জমিয়ে পড় শীত। পিঠেপুলিতে পৌষ কাটিয়ে মাঘের শীতে গরম পোষাকের ওম নিচ্ছে বঙ্গবাসী। আলিপুরের হাওয়া অফিসের খবর বলছে, ১৭ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা নিম্মুখী থাকবে। তার পর সামান্য তাপমাত্রার হেরফের হতে পারে। তবে এখনই শীত বিদায় নিচ্ছে না। উত্তর-পূর্ব ভারত কনকনে ঠান্ডায় কাঁপছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় সেই ঠান্ডা হু হু করে ঢুকছে রাজ্যে। উত্তরের শীতল বাতাসে কাবু দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে।
কলকাতা, ১৫ জানুয়ারি: সংক্রান্তি যেতেই ফের উত্তুরে হাওয়ার কনকনানি (Winter In West Bengal)। রাজ্যে জমিয়ে পড় শীত। পিঠেপুলিতে পৌষ কাটিয়ে মাঘের শীতে গরম পোষাকের ওম নিচ্ছে বঙ্গবাসী। আলিপুরের হাওয়া অফিসের খবর বলছে, ১৭ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা নিম্মুখী থাকবে। তার পর সামান্য তাপমাত্রার হেরফের হতে পারে। তবে এখনই শীত বিদায় নিচ্ছে না। উত্তর-পূর্ব ভারত কনকনে ঠান্ডায় কাঁপছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় সেই ঠান্ডা হু হু করে ঢুকছে রাজ্যে। উত্তরের শীতল বাতাসে কাবু দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। অন্য দিকে, আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮, বাঁকুড়া ১১.১, বর্ধমান ১২.৩, কোচবিহার ৮.৭, দিঘা ১৫.৩, জলপাইগুড়ি ১০.২, কালিম্পং ৮, মালদহ ১১, পানাগড় ৯.২, পুরুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতাতেও নেমেছে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পৌষের শেষে পারদ চড়ে ২০ ডিগ্রির ঘরে হয়েছিল। প্রায় ৬ ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। ফলে ভোর থেকেই শীতের আমেজ বজায় রয়েছে। কলকাতর সর্বোচ্চ তাপামাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও ৯, ১০-এ নেমেছে পারদ। কনকনানি ঠান্ডায় কাবু বঙ্গবাসী। আরও পড়ুন-Shatabdi Roy: শনিবারের বারবেলায় মুখ খুলবেন, শতাব্দী রায়ের ফেসবুক পোস্টে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল
দিনদুয়েক আগেও মেঘের চাদরে শীতের রোদ্দুরকে ঠিকভাবে চেনা যাচ্ছিল না। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে গরম পোশাক ছাড়াই ঘেমে নেয়ে একাকার হয়ে যাচ্ছিল বঙ্গবাসী। মকর সংক্রান্তির শুরুতে সেই হাঁসফাঁস গরম উধাও হয়ে ফের উলের গোলা লাফিয়ে পড়ল শীত পোশাকের উপরে। রোদ্দুরে পিঠ দিয়ে চলছে সোয়েটার বোনার কাজ আর কমলালেবু খাওয়া।