WBCHSE HS Result 2022 Live: উচ্চ মাধ্যমিকে প্রথম দিনহাটার অদিশা দেবশর্মা, প্রাপ্ত নম্বর ৪৯৮

আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ (WBCHSE HS Result 2022) হল। সকাল ১১টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রকাশিত হবে প্রথম ১০ জনের মেধা তালিকা। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হল। বেলা ১২টা থেকে ওয়েবসাইট ও এসএমএস-র মাধ্যমে ফল জানা যাবে।

Adisha Dev Sharma (Photo: Collected)

কলকাতা, ১০ জুন: আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ (WBCHSE HS Resul 2022) হল। সকাল ১১টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রকাশিত হবে প্রথম ১০ জনের মেধা তালিকা। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হল। বেলা ১২টা থেকে ওয়েবসাইট ও এসএমএস-র মাধ্যমে ফল জানা যাবে। wbchse.nic.inwbresults.nic.in-এই দুটি ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

এছাড়াও ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে মার্কশিট।  ডাউনলোড করা মার্কশিট দেখিয়ে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে পড়ুয়ারা। ২০ জুন থেকে স্কুলে স্কুলে মার্কশিট দেওয়া শুরু হবে।

লাইভ আপডেট

  • এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৮৮.৪৪ শতাংশ। ছাত্রদের পাসের হার ৯০.১৯ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৬. ৯৮ শতাংশ।
  • দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের একাধিক পড়ুয়াও উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায়।
  • এবারের উচ্চ মাধ্যমিকে যুগ্ম তৃতীয় রহিন সেন, হুগলি কলেজিয়েট স্কুলের সোহম দাস, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউটের অভীক দাস এবং পশ্চিম মেদিনীপুরের পরিচয় পারি।
  • ৪৯৬ পেয়ে উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে ৪ জন।
  • জলচক নটেশ্বরী বিদ্যায়তনের ৩জন চতুর্থ স্থানাধিকারী হলেন সৌম্যদীপ মণ্ডল, কিংশুক রায়, প্রীতম মিদ্যা।
  • চতুর্থ স্থানাধিকারীদের মধ্যে তিনজন পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তনের।
  • দশম স্থানে রয়েছেন ৬৯ জন, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৯।
  • অষ্টম স্থানে রয়েছেন মোট ৫৫ জন। প্রাপ্ত নম্বর ৪৯১।
  • উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থানে রয়েছেন ৩৭ জন। প্রাপ্ত নম্বর ৪৯২।
  • ষষ্ঠ স্থানে রয়েছেন ৩২ জন।
  • উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে ১১ জন। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৪।
  • চতুর্থ হয়েছে ৮ জন। প্রাপ্ত নম্বর ৪৯৫
  • উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে ৪ জন। প্রাপ্ত নম্বর ৪৯৬।
  • দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। তার প্রাপ্ত নম্বর ৪৯৭।
  • উচ্চ মাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা। দিনহাটা সনিদেবী জৈন হাইস্কুলের পড়ুয়া সে। মোট প্রাপ্ত নম্বর ৪৯৮।
  • প্রথম দশে ২৭২ জন। তাদের মধ্যে ছাত্র ১৪৪, বাকিরা ছাত্রী।
  • পরের বছর উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৪ মার্চ, পরীক্ষা শেষ হবে ২৭ মার্চ। পরেরবার পুরো সিলেবাসে পরীক্ষা।
  • পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়াতে পাশের হার ৯০ শতাংশের উপরে।
  • পাশের হার বেশি পূর্ব মেদিনীপুরে। ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের উপর।
  • উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাসের হার ৮০ শতাংশ। মেয়েদের পাসের হার ৮৬.৫৮ শতাংশ।
  • এ বার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা তুলনামূলক বেশি। ছাত্রদের তুলনায় ৬৫,৪৬৮ জন বেশি ছাত্রী।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now