WB Madhyamik Result 2022: ৬৯৩ পেয়ে এবার মাধ্যমিকে প্রথম বাঁকুড়ার অর্ণব ঘড়াই ও পূর্ব বর্মধানের রৌনক মণ্ডল
মাধ্যমিকের ফল ঘোষণা (West Bengal Madhyamik Result 2022) করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ন'টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হল। ১০টা থেকে বোর্ডের ওয়েবসাইটে wbbse.wb.gov.in ফলাফল জানা যাবে। ওয়েবসাইটে দেওয়া লিংকে ক্লিক করলে মার্কশিট ডাউনলোড করতে পারবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা।
কলকাতা, ৩ জুন: মাধ্যমিকের ফল ঘোষণা (West Bengal Madhyamik Result 2022) করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ন'টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হল। ১০টা থেকে বোর্ডের ওয়েবসাইটে wbbse.wb.gov.in ফলাফল জানা যাবে। ওয়েবসাইটে দেওয়া লিংকে ক্লিক করলে মার্কশিট ডাউনলোড করতে পারবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা।
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ। পরীক্ষা শেষ হয় ১৬ মার্চ। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯। আর ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।
লাইভ আপডেট:
- দশম হয়েছে ৪০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৪।
- নবম হয়েছেন ১৫ জন। প্রাপ্ত নম্বর ৬৮৫
- অষ্টম হয়েছে ২২ জন। প্রাপ্ত নম্বর ৬৮৬
- সপ্তম হয়েছে ১০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৭
- ষষ্ঠ হয়েছে ৬ জন। তাদের নাম নিরুপম দাশ, সম্পূর্ণা নন্দী, শ্রীজিতা গোস্বামী, সৈকত কুমার গঙ্গোপাধ্যায়, সমতাপ নীলা, প্রতীপ মাইতি। এদের প্রাপ্ত নম্বর ৬৮৮।
- পঞ্চম হয়েছে ১১ জন। তাদের নাম সৌহার্দ্য সিনহা, দেবদত্ত কুণ্ডু, ধ্রুবজিৎ সাহা, আরমান ইস্তেয়াক আলি, আর্জিনি সাহা, অনিন্দ্য সাহা, সামিয়া ইয়াসমিন, জেনিফার রানা, পৌলমী বেড়া, শুভ্র দত্ত, সম্রাট মণ্ডল। এদের প্রাপ্ত নম্বর ৬৮৯।
- চতুর্থ হয়েছে ৪ জন। প্রাপ্ত নম্বর ৬৯০।
- ৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছে পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান।
- দ্বিতীয় হয়েছে কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯১।
- মাধ্যমিকে প্রথম হয়েছে ২ জন। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘড়াই। আর বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। ২ জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩।
- এবারের পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। মাধ্যমিকে মোট পাশের হার ৮৬.০৬ শতাংশ।
- পাশের হারে দ্বিতীয় স্থানে কালিম্পং জেলা। এখানে পাশের হার ৯৪.২৭ শতাংশ। এরপর রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা। এখানে পাশের হার ৯৪.৬২%।
- পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি। ৯৭.৬৩ শতাংশ।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফল ২০২২ জানবেন কীভাবে:
- প্রথমেই বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন wbbse.wb.gov.in
- ফল ঘোষণা হলেই ওয়েবসাইটের হোম পেজে লিংক দেওয়া হবে
- রেজাল্ট লিংকে ক্লিক করুন
- পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্মদিন সেখানে লিখুন
- সাবমিট করে ফলাফল জেনে নিন
- এরপর ফলাফলের প্রতিলিপ প্রিন্ট করে সঙ্গে রাখুন
Tags
2022 WBBSE BOARD EXAM BOARD
Live Breaking News Headlines
Madhyamik Pariksha Result 2022
MADHYAMIK RESULT
Madhyamik Result 2022
WB Result 2022
WBBSE
WBBSE 10TH RESULT
WBBSE 10TH RESULT 2022
WBBSE Board Exam Results
WBBSE Madhyamik Result 2022
West Bengal Board of Secondary Education
West Bengal Madhyamik Result 2022
অনলাইনে মাধ্যমিকের ফল
আজ মাধ্যমিকের ফল
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
মধ্যশিক্ষা পর্ষদ
মাধ্যমিক ২০২২
মাধ্যমিক পরীক্ষা ২০২২
মাধ্যমিকের ফল
মাধ্যমিকের ফলপ্রকাশ