WB Panchayat Election Result: তৃণমূলের ঝুলিতে ১৫ হাজার আসন, বিজেপি ১৩৮৫

শনিবার ভোটগ্রহণ ও সোমবার পুনর্নির্বাচনের পর মঙ্গলবার সকাল থেকেই শুরু হচ্ছে ভোট গননা। রাজ্যে মোট ৩৩৯টি কেন্দ্রে গণনা হবে। প্রতিটি কেন্দ্রের বাইরেই ১৪৪ ধারা জারি থাকবে।

11 Jul, 22:29 (IST)

শীতলকুচিতে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল ৷ শীতলকুচি্র ৮ গ্রাম পঞ্চায়েতের সবক’টিতে জয় হয়েছে ঘাসফুলের ৷

 

11 Jul, 22:27 (IST)

গ্রাম পঞ্চায়েতের মোট আসনের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূলের ঝুলিতে গিয়েছে ১৫,৩৭৫টি আসন, বিজেপি জিতেছে ১,৩৮৫টি আসনে, সিপিএম জয়ী ৭৪৯টি আসনে, কংগ্রেস জয়ী ৪১১টি আসনে। 

11 Jul, 22:10 (IST)

দীর্ঘ ২২ বছর পর পঞ্চায়েত নির্বাচন হল পাহাড়ে। শুরু থেকেই এগিয়ে তৃণমূল ঘনিষ্ট দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ৪টে অবধি গণনার ফলাফলে বিজিপিএম-এর দখলে কোন কোন কেন্দ্র?

দার্জিলিং বিধানসভাঃ-

নয়ানর,সোম সিংতাম, রঙ্গিত ২, বাদামতাম,লেবং ভ্যালি,দেবাইপানি,

কার্শিয়াং বিধানসভাঃ-

সিতং ১,সিতং ২,সিতং ৩,মেন্ট মেরিস ২,সুকনা,মহানদী

মিরিকঃ-

সৌরেনি

কালিম্পং বিধানসভাঃ-

ভালুখোপ,সমথার, কালিম্পং, ইয়াংমাকুম, বং, লিংশেখা, গিতডাবলিন

11 Jul, 21:23 (IST)

হেরে যাচ্ছে দেখে গণনা কেন্দ্র থেকে দু'বাণ্ডিল ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে ধরা পড়ল তৃণমূল কংগ্রেসের  প্রার্থী। তার নাম রূপসোনা মল্লিক। তিনি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তল্লাশিতে তার কাছ থেকে দু'বাণ্ডিল ব্যালট পেপার মেলে। এরপরেই তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ওই তৃণমূল প্রার্থীকে আটক করে জামালপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

11 Jul, 21:06 (IST)

ভোটের হিংসা নিয়ে মন্তব্য করে শাসকদলের অস্বস্তি আরও বাড়িয়েছেন হুমায়ুন কবীর। সেই হুমায়ুন কবীর সমর্থিত ২ নির্দল প্রার্থী জয়ী হলেন মুর্শিদাবাদে। 

11 Jul, 21:02 (IST)

ভোট গণনার দিনই দলবদল। জয়ের পরই সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এক প্রার্থী। পূর্ব বর্ধমানের কালনা ১ নম্বর ব্লকের কাকুরিয়া পঞ্চায়েতে সিপিআইএমের প্রার্থী হিসেবে গ্রাম পঞ্চায়েত  আসনে জয়ী হয়েছেন গীতা হাঁসদা। জয়ের পরেই তিনি তৃণমূলে যোগ দেন।

11 Jul, 20:46 (IST)

নন্দীগ্রাম বিধানসভায় মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত ৷ ২০১৮-য় নন্দীগ্রাম ১৭ পঞ্চায়েতই ছিল তৃণমূলের দখলে ৷ কিন্তু ২০২১ এর পর ২০২৩ সালেও সেখানে পদ্মের জয়জয়কার। নন্দীগ্রামে ৬ পঞ্চায়েতে ফুটল পদ্ম ফুল ৷ নন্দীগ্রাম ১ ব্লকে ৩টি পঞ্চায়েত বিজেপির দখলে ৷ নন্দীগ্রাম ২ ব্লকেও বিজেপির দখলে ৩ পঞ্চায়েত ৷ 

11 Jul, 20:34 (IST)

খনি অঞ্চল জুড়ে ফুটল ঘাসফুল। চারিদিকে তৃণমুলের জয় জয়কার। সবুজ আবির নিয়ে আনন্দে মেতে উঠলেন শাসক দলের কর্মীরা। জেলা নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে, খনি অঞ্চলের অন্ডাল, দুর্গাপুর-ফরিদপুর ও পান্ডবে এই তিনটি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস।

অন্ডাল ব্লক- (৮টি পঞ্চায়েত)

কেন্দ্ৰা,উখরা,দক্ষিণখন্ড,মদনপুর,কাজোরা,অন্ডাল,রামপ্রসাদপুর,শ্রীরামপুর,

পান্ডবেশ্বর ব্লক (৬টি পঞ্চায়েত)

কেন্দা,বৈদ্যনাথপুর, নবগ্রাম,হরিপুর,ছোড়া, বহুলা

দুর্গাপুর-ফরিদপুর ব্লক (৬ টি পঞ্চায়েত)

গোগলা,লাউদোহা, জেমুয়া, গৌরবাজার, প্রতাপপুর, ইছাপুর

এই সব ক’টি পঞ্চায়েতে ঘাস ফুলের পতাকা ওড়াল শাসকদল।

11 Jul, 20:15 (IST)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি কুসুম্বা এলাকাতেই জয় পেল বিজেপি। জানা গিয়েছে, কুসুম্বা গ্রামের ৩টি আসনের মধ্যে দুটি আসনে জয়লাভ করেছে বিজেপি। ১ টিতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বীরভূমে প্রথম পঞ্চায়েত দখল করল বিজেপি। মহম্মদ বাজারের রামপুর গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। সেখানে ৮ টি সিটের মধ্যে ৭ টিতে জয়ী হল বিজেপি

11 Jul, 20:12 (IST)

আবারও জয়লাভ করলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা দাপুটে নেতা দুধকুমার মণ্ডল। তিনি এবছর ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ বহড়া অঞ্চলের ৫ নম্বর সংসদের ৭ নম্বর আসনে তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন। এদিন তিনি ১৪৫ ভোটে জয়লাভ করেন। তাতেই খুশির হাওয়া জেলা বিজেপির অন্দরে।

11 Jul, 20:07 (IST)

নিজের ঘরেই হার আরাবুলের ! পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আরাবুল ৷ পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতে হার তৃণমূলের ৷ তৃণমূলকে হারিয়ে আরাবুলের গ্রামে জয় জমি কমিটির ৷ ভাঙড়-২ জুড়ে তৃণমূলের জয়জয়কার ৷ ১০ পঞ্চায়েতের ৯টিতে জয়ী তৃণমূল ৷ ভাঙড়-২ ব্লকে একমাত্র আরাবুলের গ্রামে হার তৃণমূলের ৷

11 Jul, 19:54 (IST)

আমডাঙার ভোদাই গ্রাম পঞ্চায়েতের একটি ব্যালট বাক্সর চাবি গেল হারিয়ে। চাবি খুঁজে না পাওয়ায় খোলা যাচ্ছে না ব্যালট বাক্স। থমকে রয়েছে গণনা, তুমুল বিশৃঙ্খলা আমডাঙ্গায়।  

11 Jul, 18:17 (IST)

পেরিয়ে গেছে ৪ ঘণ্টা। সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। ইতিমধ্যেই অনেক জায়গায় এগিয়ে গিয়েছে শাসক দল। তবে বিজেপি ও সিপিএমের মধ্যে চলছে জোর লড়াই।শেষ পাওয়া খবরে ৯১৩৬ টি গ্রাম পঞ্চায়েত দখলে রেখেছে তৃনমূল, ৩৯৩ টি পঞ্চায়েতে বিজেপি ও ৩৬৭ টি আসনে ছিনিয়ে নিয়েছে বামেরা। ২২০ টি আসন জিতে জোর টক্কর দিচ্ছে  আই এস এফ ও অন্যান্যরা। কংগ্রেসের হাতে রয়েছে ১৪৭ টি আসন। 

11 Jul, 18:06 (IST)

 উত্তরে আধিপত্য ধরে রাখতে কী ব্যর্থ বিজেপি?  তার উত্তর পেতে এখনো অনেকটা সময় বাকি।তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গণনা্র ফল বলছে ভোট শতাংশে অনেকটা এগিয়ে তৃণমূল। তাদের ঝুলিতে রয়েছে ৬০.৮ % ভোট, বিজেপির ২৮.৬% ভোট, অনেকটা পিছিয়ে বামেরা। তাদের ঝুলিতে ৭.৯% ভোট, এবং কংগ্রেস পেয়েছে ২.১ % ভোট।

11 Jul, 18:00 (IST)

নলহাটিতে বাম-কংগ্রেস জোটের পঞ্চায়েত ৷ নলহাটি ২ ব্লকের বারা ১ গ্রাম পঞ্চায়েত এবার জোটের দখলে ৷ ২২ আসনের মধ্যে জোটের দখলে ১২, তৃণমূলের ১০ ৷

11 Jul, 17:56 (IST)

মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের অন্তর্গত কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের চলছিল গণনা। কিন্তু ৫ নং ঘরের চাবি পাওয়া না যাওয়ায় খোলা গেল না ব্যালট বক্স। শেষমেশ তালা ভাঙতে ডাকা হয় তালা ভাঙার লোককে। যার ফলে দেরি হয় গণনার কাজ ৷

 

11 Jul, 17:43 (IST)

নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম ১ নম্বর ব্লক এর সব আসনের গণনা চলছে  সীতানন্দ কলেজে। এদিকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বুথে জয়ী হল  বিজেপি। 

11 Jul, 17:31 (IST)

২২ বছর পাহাড়ে হয়েছে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট।জিটিএ এলাকার মধ্যে দার্জিলিংয়ে ৫টি এবং কালিম্পংয়ে ৪টি পঞ্চায়েত সমিতি রয়েছে। গ্রাম পঞ্চায়েত রয়েছে দার্জিলিংয়ে ৭০টি এবং কালিম্পংয়ে ৪২টি। সেই ভোটের গণনা শুরু হতেই দেখা গেল দার্জিলিং ও কালিম্পঙের সব গ্রাম পঞ্চায়েতে এগিয়ে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)

11 Jul, 17:21 (IST)

জেলাভিত্তিক পঞ্চায়েত নির্বাচনের ফলাফল জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে- 

 https://bangla.latestly.com/west-bengal/wb-panchayat-election-results-2023-district-wise-results-224978.html

11 Jul, 17:10 (IST)

কোচবিহারে ব্যালট পেপারে ছিঁড়ে কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল প্রার্থীকে আটক করা হয়েছে। দাবি করা হয়েছে, গণনা যতক্ষণ চলে, ততক্ষণে বিজেপি পেয়েছিল ৯৮টি ভোট, তৃণমূল পায় ২টি ভোট। অভিযুক্তের নাম রিঙ্কু রায় রাজভর।

Read more


রক্ত, সন্ত্রাস, কারচুপি, ছাপ্পা, ব্যালট নিয়ে দৌড় সবকিছুর পরে আজ গোটা বাংলার মানুষ তাকিয়ে আছে গ্রাম বাংলার রায়ের দিকে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সকাল ৮ থেকে শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের গননার সময় থাকবেন একজন করে কাউন্টিং অফিসার এবং একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে থাকবেন প্রতি প্রার্থীর একজন করে কাউন্টিং এজেন্ট।প্রতি গণনা কেন্দ্রে ব্লক পিছু একজন করে অবজারভার ও জেলা পিছু একজন করে স্পেশাল অবজার্ভার থাকবেন। গ্রাম পঞ্চায়েতে এবং জেলা পরিষদের প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট থাকতে পারলেও পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে শুধুমাত্র প্রার্থী থাকতে পারবেন কোনও এজেন্ট থাকতে পারবেন না।

 

বুথফেরত সমীক্ষা অনুযায়ী, গ্রাম বাংলায় তৃণমূলের দাপট বজায় থাকছে। এবিপি এবং সি ভোটারের সমীক্ষা বলছে, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা পরিষদ দখল করতে পারে বিজেপি। দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুরে তৃণমূলকে কড়া টক্কর দিতে পারে গেরুয়া শিবির। ওদিকে মালদা, মুর্শিদাবাদে বাম-কংগ্রেস টক্কর দিতে পারে তৃণমূলকে। বাকি সব জেলাতেই তৃণমূলের জয়জয়কার হতে পারে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now