SSC Recruitment Scam: এসএসসি অফিসে সিআরপিএফ মোতায়েনের নির্দেশকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ রাজ্যের, খানিক পরেই শুনানি
স্কুল সার্ভিস কমিশনের (SSC) অফিসে সিআরপিএফ (CRPF) মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। আজ সেই নির্দেশের বিরুদ্ধে আবেদন করল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Division Bench of Calcutta High Court) আজ দুপুর ১টায় শুনানির জন্য ধার্য হয়েছে রাজ্যের আবেদনটি। গতকাল বুধবার এসএসসি দুর্নীতি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দফতরে যান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টেপাধ্যায়। এর পরপরই এসএসসি-র চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। এরপরেই চেয়ারম্যান পদে বসেন আইএএস পদমর্জদার শুভ্র চক্রবর্তী।
কলকাতা, ১৯ মে: স্কুল সার্ভিস কমিশনের (SSC) অফিসে সিআরপিএফ (CRPF) মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। আজ সেই নির্দেশের বিরুদ্ধে আবেদন করল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Division Bench of Calcutta High Court) আজ দুপুর ১টায় শুনানির জন্য ধার্য হয়েছে রাজ্যের আবেদনটি। গতকাল বুধবার এসএসসি দুর্নীতি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দফতরে যান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টেপাধ্যায়। এর পরপরই এসএসসি-র চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। এরপরেই চেয়ারম্যান পদে বসেন আইএএস পদমর্জদার শুভ্র চক্রবর্তী।
সিদ্ধার্থ মজুমদারের ইস্তফার পরেই চিন্তিত হয়ে পড়েন মামলাকারীরা। এই রদবদলের জেরে আচার্য ভবনে এসএসসির নথির সুরক্ষা সুনিশ্চিত তাঁরা আদালতের দ্বারস্থ হন। রাত ১১টা নাগাদ বসে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। মামলাকারীরা অভিযোগ করেন, চেয়ারম্যান পদ থেকে সিদ্ধার্থ মজুমদারের ইস্তফার পর এসএসসি দফতরে গেছিলেন ৫ উপদেষ্টার সহযোগীরা। সেখানে তথ্য বিকৃত কিংবা নষ্ট করা হয়ে থাকতে পারে।
মামলাকারীদের বক্তব্য শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, রাত সাড়ে বারোটা থেকে আচার্য সদনে এসএসি দফতরের দখল নেবে সিআরপিএফ (CRPF)। বৃহস্পতিবার দুপুর ১টা অবধি কর্মী কিংবা অফিসার কেউ অফিসে ঢুকতে পারবেন না। বুধবার চেয়ারম্যানের পদত্যাগের পর কারা কারা দফতরে ঢোকেন, সেই সিসিটিভি ফুটেজ বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে হাইকোর্টে জমা দিতে হবে। আরও পড়ুন: LPG Price Hike: ফের অগ্নিমূল্য রান্নার গ্যাস, হাজারের গণ্ডী ছাড়াল সিলিন্ডার
মধ্যরাতেই নথির সুরক্ষায় এসএসসি ভবনের নিরাপত্তার দায়িত্ব নেয় সিআরপিএফ। রাত দুটো বেজে ৫০ মিনিট পর্যন্ত এসএসসি ভবনে সিআরপিএফকে ঢুকতে দেওয়া হয়নি। ভিতরে থাকা পুলিশকে বেরতেও দেওয়া হয়নি। এরপর পাঁচিল টপকে সিআরপিএফ আচার্য ভবনে ঢোকে।