WB Bypolls 2021 Live Updates: বিকেল ৫টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৫৩.৩২ শতাংশ
ভবানীপুর (Bhabanipur) বিধানসভা আসনে উপ নির্বাচন। এছাড়াও নির্বাচন হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ (Samserganj) ও জঙ্গিপুর (Jangipur) আসনে। ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির (BJP) প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ বামেদের হয়ে লড়াইয়ের ময়দানে শ্রীজীব বিশ্বাস৷ বাম, তৃণমূল (TMC), বিজেপির পাশাপাশি এই কেন্দ্র থেকে আরও ৯ জন প্রার্থী লড়াই করছেন৷ যার মধ্যে হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেক্যুলার (HAM), নির্দল সহ একাধিক রাজনৈতিক দল রয়েছে৷
কলকাতা, ৩০ সেপ্টেম্বর: আজ ভবানীপুর (Bhabanipur) বিধানসভা উপ নির্বাচনের ভোটগ্রহণ। এছাড়াওমুর্শিদাবাদের সামশেরগঞ্জ (Samserganj) ও জঙ্গিপুর (Jangipur) আসনেও ভোট নেওয়া হচ্ছে। ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির (BJP) প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ বামেদের হয়ে লড়াইয়ের ময়দানে শ্রীজীব বিশ্বাস৷ বাম, তৃণমূল (TMC), বিজেপির পাশাপাশি এই কেন্দ্র থেকে আরও ৯ জন প্রার্থী লড়াই করছেন৷ যার মধ্যে হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেক্যুলার (HAM), নির্দল সহ একাধিক রাজনৈতিক দল রয়েছে৷
জঙ্গিপুর থেকে তৃণমূলের হয়ে লড়ছেন জাকির হোসেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সুজিত দাস। সামশেরগঞ্জে তৃণমূলের হয়ে লড়ছেন আমিরুল ইসলাম। এই কেন্দ্রে তাঁর লড়াই বিজেপি-র মিলন ঘাষের সঙ্গে।
লাইভ আপডেট:
- কল্যাণ চৌবের গাড়িতে হামলার ঘটনাকে ঘিরে ধুন্ধুমার, রিপোর্ট তলব কমিশনের
- বিকেল ৫টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৫৩.৩২ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ৭৬.১২ শতাংশ। সামশেরগঞ্জে ভোটদানের হার ৭৮.৬০ শতাংশ।
- ছাপ্পা ভোট দিতে গিয়ে ২ ব্যক্তিকে হাতেনাতে ধরেন। ওই ২ ব্যক্তিকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার তোড়জোড় শুরু করে, ৮-১০টি বাইক নিয়ে বেশ কয়েকজন হাজির হন। এরপর ওই বাইক বাহিনী তাঁর গাড়ি ভাঙচুর করে। শরৎ বোস রোডের ঘটনায় এমনই দাবি করলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে।
- লা মার্টিনিয়র স্কুলে ভোট দেন ইস্কন মন্দিরের সন্তরা। বাড়ি থেকে বেরিয়ে প্রত্যেককে ভোট দেওয়ার আহ্বানও জানান তাঁরা।
- ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
- ভবানীপুর নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ উঠল ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। যার জেরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় বিজেপি।
- ভোটের সময় সামসেরগঞ্জে কংগ্রেস প্রার্থী জায়দুর রহমানকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। যদিও উত্তেজনা না বাড়িয়ে জায়দুর রহমান সেখান থেকে চলে যান।
- বেলা ১টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার ৩৬ শতাংশ। ১টা পর্যন্ত জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে ভোটের হার যথাক্রমে ৫৪ শতাংশ এবং ৫৭ শতাংশ।
- ভবানীপুরে খালসা হাইস্কুলে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা। বুথে ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ করে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল।
- বিকাল ৩টে ১৫ মিনিটে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২টো নাগাদ ভোট দিতে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চেতলা গার্লস স্কুলে ববি হাকিম ভোট দেবেন বেলা ২টোয়।
- ভবানীপুর বিধানসভার ১৫৯ নম্বর বুথ থেকে তাদের এজেন্টকে হুমকি এবং বার করে দেওয়ার অভিযোগ তুলল বিজেপি।
- অতিরিক্ত গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ, ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের।
- বেলা ১১টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার কম। সেখানে ভোট পড়েছে ২১.৭৩ শতাংশ। ১১টা পর্যন্ত জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে ভোটের হার যথাক্রমে ৩৬.১১ শতাংশ এবং ৪০.২৩ শতাংশ।
-
সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম ভোটারদের প্রভাবিত করছেন। নির্বাচন কমি শনে অভিযোগ বিজেপির। অভিযোগ খতিয়ে দেখছে কমিশন।
- ভবানীপুরের বলবন্ত সিংহ ধাবা বন্ধ করে দিল পুলিশ। এই ধাবায় ভিড়হচ্ছিল বলে অভিযোগ আসে কমিশনের কাছে।
- সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৭.৫৭ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়ল ১৭.৫১ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত সামশেরগঞ্জে ভোটদানের হার ১৬.৩২ শতাংশ।
- জঙ্গিপর বিধানসভার রমজানপুর প্রাইমারি বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্রে লম্বা লাইন ভোটারদের।
- বিকাল ৪টের পর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্য়োপাধ্যায় দুপুর ২টোর পর ভোট দিতে আসতে পারেন।
- সামশেরগঞ্জের মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের বাইরে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
- ভবানীপুরের বিভিন্ন এলাকায় চলছে এরিয়া ডমিনেশন। দলে রয়েছেন ৫ জন জয়েন্ট সিপি, ১৪ জন ডেপুটি কমিশনার, ১৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১০০ জন ট্রাফিক সার্জেন্ট।
- ভবানীপুরে গুরুদ্বারের সামনে ১৪৪ ধারা ভেঙে জমায়েত করার অভিযোগ তুললেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। রিপোর্ট তলব কমিশনের।
- ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে যাবতীয় সমস্যা মেটানো হয়েছে। দাবি কমিশনের।
- সামশেরগঞ্জে তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।
- অনেক বুথে এজেন্ট দিতে পারেনি বিজেপি, তাই মিথ্যা অভিযোগ। বিজেপির দাবি নিয়ে বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।
- ভবানীপুরে ১২৬ নম্বর বুথ নিয়ে বিজেপি প্রার্থীর অভিযোগ খারিজ নির্বাচন কমিশনের। ওই বুথে মক পোলের পর ভোট শুরু হল।
- ভবানীপুরে ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ। অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি বলেন, মদন মিত্র ইচ্ছাকৃতভাবে এখানে ভোট মেশিন বন্ধ করে দিয়েছেন। কারণ তিনি বুথটি দখল করতে চান।
- ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনের ভোটকেন্দ্র। এই কেন্দ্রেই ভোট দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- সাতটা বাাজতেই শুরু ভোটগ্রহণ
- "আমরা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছি। নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজ এলাকার ভোটকেন্দ্রগুলি পরিদর্শন করব। রাজ্য সরকার এই মুহূর্তে ভয়ে আছে।" বললেন ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
- সকাল থেকেই বেশ কিছু বুথে লম্বা লাইন