WB Bypolls 2021 Live Updates: বিকেল ৫টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৫৩.৩২ শতাংশ

ভবানীপুর (Bhabanipur) বিধানসভা আসনে উপ নির্বাচন। এছাড়াও নির্বাচন হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ (Samserganj) ও জঙ্গিপুর (Jangipur) আসনে। ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির (BJP) প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ বামেদের হয়ে লড়াইয়ের ময়দানে শ্রীজীব বিশ্বাস৷ বাম, তৃণমূল (TMC), বিজেপির পাশাপাশি এই কেন্দ্র থেকে আরও ৯ জন প্রার্থী লড়াই করছেন৷ যার মধ্যে হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেক্যুলার (HAM), নির্দল সহ একাধিক রাজনৈতিক দল রয়েছে৷

কলকাতা,  ৩০ সেপ্টেম্বর: আজ ভবানীপুর (Bhabanipur) বিধানসভা উপ নির্বাচনের ভোটগ্রহণ। এছাড়াওমুর্শিদাবাদের সামশেরগঞ্জ (Samserganj) ও জঙ্গিপুর (Jangipur) আসনেও ভোট নেওয়া হচ্ছে। ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির (BJP) প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ বামেদের হয়ে লড়াইয়ের ময়দানে শ্রীজীব বিশ্বাস৷ বাম, তৃণমূল (TMC), বিজেপির পাশাপাশি এই কেন্দ্র থেকে আরও ৯ জন প্রার্থী লড়াই করছেন৷ যার মধ্যে হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেক্যুলার (HAM), নির্দল সহ একাধিক রাজনৈতিক দল রয়েছে৷

জঙ্গিপুর থেকে তৃণমূলের হয়ে লড়ছেন জাকির হোসেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সুজিত দাস। সামশেরগঞ্জে তৃণমূলের হয়ে লড়ছেন আমিরুল ইসলাম। এই কেন্দ্রে তাঁর লড়াই বিজেপি-র মিলন ঘাষের সঙ্গে।

লাইভ আপডেট: