West Bengal Assembly Elections 2021 Phase 2 Polls Live Updates: সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৮০.৪৩%, জানাল নির্বাচন কমিশন
রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ ৪ জেলার ৩০টি আসনে ভোটগ্রহণ। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, তমলুক, হলদিয়া, মহিষাদল, পাঁশকুড়া-পূর্ব, পাঁশকুড়া-পশ্চিম, ময়না, নন্দকুমার, চণ্ডীপুরের ভোট। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, খড়গপুর, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়ে ভোটগ্রহণ। বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখীতে ভোটগ্রহণ। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগরেও ভোট নেওয়া চলছে।
কলকাতা, ১ এপ্রিল: রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ ৪ জেলার ৩০টি আসনে ভোটগ্রহণ। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, তমলুক, হলদিয়া, মহিষাদল, পাঁশকুড়া-পূর্ব, পাঁশকুড়া-পশ্চিম, ময়না, নন্দকুমার, চণ্ডীপুরের ভোট। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, খড়গপুর, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়ে ভোটগ্রহণ। বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখীতে ভোটগ্রহণ। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগরেও ভোট নেওয়া চলছে।
লাইভ আপডেট:
- 'যত চেষ্টাই করুন বিজেপি জিতবে না', কমিশনের বিরুদ্ধে ক্ষুব্ধ মমতা।
- ডেবরায় ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ। রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ ডেবরার বিজেপি প্রার্থীর।
- সারাদিন একাধিক অশান্তির পর সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৮০.৪৩%, জানাল নির্বাচন কমিশন
- বেলা ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৭১.০৭ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ৬৫.৬৯ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৭০.৮৬ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৭০.২৩ শতাংশ, বাঁকুড়ায় ৭৩.৮৭ শতাংশ। নন্দীগ্রামে ভোট পড়েছে ৬৯.৫৩ শতাংশ।
- 'নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, চিন্তিত গণতন্ত্র নিয়ে', জানালেন মমতা বন্দোপাধ্যায়।
- বয়ালে পরিস্থিতি সামলাতে এলাকার দায়িত্বে থাকা পুলিশ প্রধান নগেন্দ্র ত্রিপাঠীকে পাঠাল নির্বাচন কমিশন। মমতা ব্যানার্জিকে ভোটকেন্দ্র থেকে বার করার চেষ্টা চলছে।
- বয়ালে পৌঁছল বিশেষ পুলিশ বাহিনী।
- 'নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ নেয় নি। আদালতে যাব আমরা', রাজ্যপালকে ফোন করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
- বয়ালে ভোট কেন্দ্রের বাইরে তৃণমূল- বিজেপির মধ্যে ভয়ঙ্কর উত্তেজনা। ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে আটকে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে জেলার দুঁদে পুলিশকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। মমতা বন্দোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, হিন্দিভাষী বহিরাগতদের এনে ঝামেলা করা হচ্ছে। সকাল থেকে ৬৩টা অভিযোগ এসেছে, নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ নিচ্ছে না।
- চণ্ডীপুরে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর গাড়িতে ভাঙচুর
- ভোট কেমন হচ্ছে তা দেখতে বের হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- নন্দীগ্রামে রানিচকে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ
- কেশপুরের বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কোনারের গাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। লোহার রড, বাঁশ ও লাঠি নিয়ে হামলা। আক্রান্ত সংবাদ মাধ্যমের গাড়িও। একাধিক সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুর।
- ১১টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩৭.৪২ শতাংশ, জানাল নির্বাচন কমিশন। পশ্চিম মেদিনীপুরে ভোটদানের হার ৪১। বাঁকুড়ায় ভোটদানের হার ৩৭। পূর্ব মেদিনীপুরে ভোটদানের হার ৩৮। দক্ষিণ ২৪ পরগনা ২৭। নন্দীগ্রামে ভোট পড়েছে ৩৪ শতাংশ।
- নন্দীগ্রামে বিজেপি কর্মী উদয় দুবের ঝুলন্ত দেহ উদ্ধার। রিপোর্ট তলব কমিশনের।
- কেশপুরে বিজেপির মহিলা পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় স্থানীয় বিজেপি নেতা তন্ময় ঘোষের গাড়ি।
- নন্দীগ্রামে নির্বাচন কমিশনের ভুয়ো কার্ড সহ গ্রেফতার তৃণমূল কর্মী।
- ডেবরায় আটক বিজেপির মণ্ডল সভাপতি মোহন সিং
- সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৩.১৪ শতাংশ, জানাল নির্বাচন কমিশন
- ডেবরায় ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ
- ময়নার বাকচায় তৃণমূল প্রার্থীকে হুমকি।
- এখানকার মানুষ উন্নয়ন চায়। আমাদের এখানে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং একটি মহিলা কলেজ দরকার। বিপুল সংখ্যক লোক আজ তাদের ভোট দিতে বেরিয়েছে। বললেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
- ডেবরার নোয়াপাড়ার ২২ নম্বর বুথে তাঁর পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। অভিযোগ ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষের
- বাঁকুড়া জেলার ইন্দাসের দেওগোরিয়া স্কুলে ইভিএম খারাপ, ভোটগ্রহণে বিলম্ব
- পাথরপ্রতিমায় ভোটের ডিউটি করতে আসা পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার।
- নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কালীচরণপুরে রাতভর বোমাবাজি। সকালেও বোমাবাজি।
- "পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট শুরু হতে চলেছে,আমি সকলের কাছে আবেদন করব বৃহৎ সংখ্যায় ভোট দানে অংশ নিতে। আপনার একটি ভোট বাংলায় নিশ্চিত পরিবর্তন আনবে। তাই, সবাই এগিয়ে আসুন এবং ভোট দিন নিরাপদ ও সমৃদ্ধশালী বাংলা গড়তে।" টুইট অমিত শাহের
- 'পুরো দেশ নন্দীগ্রামের দিকে তাকিয়ে থাকায় আমি বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য আবেদন করছি। উন্নয়নের রাজনীতি জিতবে না তোষণের রাজনীতি জিতবে, তা দেখার অপেক্ষায় রয়েছে জনগণ।', বললেন শুভেন্দু অধিকারী
- ভোট দিতে বাইকে চেপে বুথে শুভেন্দু অধিকারী। ভোটগ্রহণ চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জনগণ উন্নয়নের আশা করছে। বললেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
- "বাংলায় বিধানসভা নির্বাচনের আজ দ্বিতীয় দফার ভোট। প্রত্যেক ভোটারের কাছে আমার আবেদন,গণতন্ত্রের এই উৎসবে বিপুলভাবে অংশগ্রহণ করে এক নতুন রেকর্ড তৈরি করুন । অবশ্যই মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার দিকেও নজর রাখুন।" টুইট জেপি নাড্ডার
- দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় বিজেপির বিরুদ্ধে ছড়িয়ে ভোট প্রভাবিত করার অভিযোগ।
- নন্দীগ্রামের একটি বুথে ভোটারদের লম্বা লাইন
- বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তাঁরা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন। বাংলায় টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
- নন্দীগ্রামের রেয়াপাডার একটি বুথের ছবি
- পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক হিংসা। দাদপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)