IPL Auction 2025 Live

WB Assembly Elections 2021 Phase 1 Polls Live Updates: শেষ হল প্রথম দফার ভোটগ্রহণ, সন্ধে ৬টা পর্যন্ত ভোটের হার ৭৯.৭৯ শতাংশ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) প্রথম দফার ভোটগ্রহণ চলছে। ৫ জেলার মোট ৩০টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এই তিরিশটির মধ্যে বেশিরভাগ আসনেই এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচন হবে জঙ্গলমহলের অধিকাংশ আসনে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হবে ভোট। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে ভালো ফল করেছিল বিজেপি। সেই ফল ধরে রাখতে চাইবে তারা। অন্যদিকে হারানো জমি ফেরাতে মরিয়া শাসকদল তৃণমূল।

কলকাতা, ২৭ মার্চ: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) প্রথম দফার ভোটগ্রহণ চলছে। ৫ জেলার মোট ৩০টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। ভাগ্য নির্ধারণ হবে ১৯১ জন প্রার্থীর। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এর মধ্যে ঝাড়গ্রাম জেলায় সবচেয়ে বেশি, ১৪৪ কোম্পানি। ৩০টির মধ্যে পূর্ব মেদিনীপুরের ৬, পশ্চিম মেদিনীপুরের ৭, ঝাড়গ্রামের ৪ , বাঁকুড়ার ৪ এবং পুরুলিয়ায় ৯টি আসন রয়েছে। এই তিরিশটির মধ্যে বেশিরভাগ আসনেই এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে ভালো ফল করেছিল বিজেপি। সেই ফল ধরে রাখতে চাইবে তারা। অন্যদিকে হারানো জমি ফেরাতে মরিয়া শাসকদল তৃণমূল।

৩০টি কেন্দ্রে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বলে খবর। কমিশন সূত্রে খবর, এত বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এই প্রথম। এই দফায় ভোট হবে মোট ১০২৮৮ টি বুথে। ১২ হাজার রাজ্য পুলিশ থাকবে লাইন দেখাশোনার জন্য।

লাইভ আপডেট: