WB Assembly Elections 2021 Phase 1 Polls Live Updates: শেষ হল প্রথম দফার ভোটগ্রহণ, সন্ধে ৬টা পর্যন্ত ভোটের হার ৭৯.৭৯ শতাংশ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) প্রথম দফার ভোটগ্রহণ চলছে। ৫ জেলার মোট ৩০টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এই তিরিশটির মধ্যে বেশিরভাগ আসনেই এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচন হবে জঙ্গলমহলের অধিকাংশ আসনে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হবে ভোট। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে ভালো ফল করেছিল বিজেপি। সেই ফল ধরে রাখতে চাইবে তারা। অন্যদিকে হারানো জমি ফেরাতে মরিয়া শাসকদল তৃণমূল।

কলকাতা, ২৭ মার্চ: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) প্রথম দফার ভোটগ্রহণ চলছে। ৫ জেলার মোট ৩০টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। ভাগ্য নির্ধারণ হবে ১৯১ জন প্রার্থীর। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এর মধ্যে ঝাড়গ্রাম জেলায় সবচেয়ে বেশি, ১৪৪ কোম্পানি। ৩০টির মধ্যে পূর্ব মেদিনীপুরের ৬, পশ্চিম মেদিনীপুরের ৭, ঝাড়গ্রামের ৪ , বাঁকুড়ার ৪ এবং পুরুলিয়ায় ৯টি আসন রয়েছে। এই তিরিশটির মধ্যে বেশিরভাগ আসনেই এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে ভালো ফল করেছিল বিজেপি। সেই ফল ধরে রাখতে চাইবে তারা। অন্যদিকে হারানো জমি ফেরাতে মরিয়া শাসকদল তৃণমূল।

৩০টি কেন্দ্রে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বলে খবর। কমিশন সূত্রে খবর, এত বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এই প্রথম। এই দফায় ভোট হবে মোট ১০২৮৮ টি বুথে। ১২ হাজার রাজ্য পুলিশ থাকবে লাইন দেখাশোনার জন্য।

লাইভ আপডেট: 

  • সন্ধে ৬টা পর্যন্ত ভোটের হার ৭৯.৭৯ শতাংশ, জানাল নির্বাচন কমিশন

  • বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৭৭.৯৯ শতাংশ, জানাল নির্বাচন কমিশন

  • দুপুর ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৭০.১৭ শতাংশ।
  • প্রথম দফার ভোটে রিগিং কম হয়েছে। ৯০% বুথে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। শুভেন্দুর ভাই সৌমেন্দুর গাড়িতে হামলা হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনের ভোট আরও নির্বিঘ্নে হবে, আরও সতর্ক থাকতে হবে। সাংবাদিক বৈঠকে বিজেপি নেতৃত্ব মমতা ব্যানার্জির (Mamata Banerjee) একটি অডিও ক্লিপ প্রকাশ করে। অডিও ক্লিপ অনুযায়ী, তমলুকের বিজেপি নেতা (Tamluk BJP Leader) প্রলয় পালকে ফোন করেন মমতা ব্যানার্জি। ফোন করে ভোটে সাহায্য চান মুখ্যমন্ত্রী।

  • কাঁথিতে ভোট দিলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী।

  • বেলা ১টা পর্যন্ত ভোটের হার ৪০.৭৩ শতাংশ, জানাল নির্বাচন কমিশন
  • নির্বাচন কমিশনের অফিসে গিয়ে ভোটগ্রহণ নিয়ে অভিযোগ জানাল তৃণমূল

  • কাঁথিতে সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর। আহত গাড়িচালক।

  • ঝাড়গ্রামে ভোট দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

  • "তৃণমূল জানে যে তারা হারছে এবং সে কারণেই এসব বলছে। অভিযোগের জন্য টিএমসিকে নির্বাচন কমিশনে যেতে হবে। টিএমসি এবং মমতা বন্দ্যোপাধ্যায় চাপে রয়েছে এবং সে কারণেই তারা এ জাতীয় কথা বলছে।" রিগিংয়ের অভিযোগ নিয়ে বললেন বিজপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

  • মেদিনীপুর সদরে বিজেপির বিরুদ্ধে ৩টি বুথ জ্যামের অভিযোগ
  • বেলা ১১টা পর্যন্ত ভোটের হার ৩৬.০৯ শতাংশ, জানাল নির্বাচন কমিশন

  • মাজনায় ১৭২ নম্বর বুথে শুরু ভোটগ্রহণ
  • ভোট দিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ

  • ৫ মিনিটের ব্যবধানে কীভাবে ভোটদানের হার অর্ধেক হয়ে গেল? কমিশনের দিকে প্রশ্ন তুলে টুইট তৃণমূলের।

  • কাঁথি দক্ষিণের ১২৮ নং বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
  • ভোট দিলেই বিজেপিতে ভোট পড়ছে, অভিযোগ ভোটারদের, ভোটগ্রহণ বন্ধ কাঁথি দক্ষিণের মাজিনায় ৭১ নম্বর বুথে।
  • সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ৭.৭২ শতাংশ, জানাল নির্বাচন কমিশন

  • ভগবানপুর বিধানসভা কেন্দ্রের সতসতমলে সকালে গুলি চালানোর ঘটনায় দু'জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।

  • কাঁথি দক্ষিণ বিধানসভার ক্ষেত্রমোহন বিদ্যাভবনে চারটি বুথের মধ্যে তিনটি বুথের ইভিএম বিকল
  • কেশিয়াড়িতে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ
  • নিজের ভোট দিলেন মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী সমিত দাস।

  • শালবনিতে সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূলকর্মীদের। বুথের সামনে ধাক্কাধাক্কি।
  • সকলকে ভোট দেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।

  • রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।

  • ঝাড়গ্রামের একটি বুথে লম্বা লাইন ভোটদাতাদের

  • খেজুরি ১ নম্বর ব্লকের বীরবন্দ এলাকায় তৃণমূলের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ।
  • শালবনির বিভিন্ন বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সংযুক্ত মোর্চা সমর্থিত শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের।

  • সকাল সাতটা থেকে শুরু হল ভোটগ্রহণ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now