WB Assembly By Elections 2024: রায়গঞ্জের সঙ্গে বাগদাতেও প্রার্থী দিচ্ছে কংগ্রেস, লোকসভার পর বিধানসভা ভোটেও বাঘে হাতে কুস্তি!

রাজ্যের চারটি বিধানসভার উপনির্বাচনে বাম-কংগ্রেস আসন সমঝোতায় বড় ধাক্কা। কংগ্রেসের জন্য রায়গঞ্জ রেখে বাকি তিনটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট।

Photo Credits: PTI

কলকাতা, ১৫ জুন: রাজ্যের চারটি বিধানসভার উপনির্বাচনে বাম-কংগ্রেস আসন সমঝোতায় বড় ধাক্কা। কংগ্রেসের জন্য রায়গঞ্জ রেখে বাকি তিনটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। কিন্তু হাত শিবিরের খবর, কংগ্রেস রায়গঞ্জের পাশাপাশি বাগদা-তে প্রার্থী দেবে। ফলে বাগদায় এবার কংগ্রস ও ফরওয়ার্ড ব্লকের মধ্যে মুখোমুখি লড়াই হবে। ঠিক যেমনটা লোকসভা নির্বাচনে কোচবিহার ও পুরুলিয়ায় হয়েছিল। বাগদায় বামফ্রন্টের পক্ষ থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে গৌরাদিত্য বিশ্বাস-এর নাম ঘোষণা করা হয়েছে।

কংগ্রেসের যুক্তি হল, ২০১৬ ও ২০২১-দুটি বিধানসভাতেই বাগদায় তাদেরই প্রার্থী বাগদায় লড়াই করেছিল। এমনকী ২০১৬ বিধনাসভায় তৃণমূলের ঝড়ের মাঝেও বাগদায় কংগ্রেসের প্রতীকে জিতেছিলেন দুলাল বর। সেই বাগদায় কেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিল তা নিয়ে ক্ষোভ কংগ্রেসের। প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে বাগদায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রবীর কীর্তনিয়া মাত্র ৮ হাজার ভোট পেয়েছিলেন। যেখানে বিজেপি-র টিকিটে দাঁড়িয়ে সত্যজিত বিশ্বাস প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে হারান তৃণমূলের পরিতোষ সাহা-কে । এবার বাগদায় তৃণমূল প্রার্থী করেছে রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর-কে। বাগদায় শেষবার বামেদের প্রার্থী জেতে ২০০১ বিধানসভায়, সে বার ফরওয়ার্ড ব্লকের কমলাক্ষী বিশ্বাস ২৩৭ ভোটে হারিয়েছিলেন তৃণমূলের দুলাল বর-কে।

রায়গঞ্জ ও বাগদায় প্রার্থী দিলেও আসন্ন বিধানসভা উপনির্বাচনে মানিকতলা ও রানাঘাট দক্ষিণে বাম প্রার্থীদের সমর্থন করবে কংগ্রেস।