Elephant Calf Death: মর্মান্তিক দৃশ্য! মৃত সন্তানকে শুঁড়ে তুলে নিয়ে যাচ্ছে মা হাতি
মৃত সন্তানকে (Elephant Calf) শুঁড়ে তুলে নিয়ে যাচ্ছে মা হাতি (Elephant)। এমনই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে (Ambari Tea Estate)। জানা গিয়েছে, এদিন এক জঙ্গল থেকে আর এক জঙ্গল পারাপার হওয়ার সময় এই হাতির বাচ্চাটির মৃত্যু হয়। তারপরই সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়ে মা হাতি। মৃত সন্তানের দেহ (Elephant Calf Dead Body) নিয়ে কী করবে বুঝে উঠতে পারে না। আসলে মনে হয় সন্তান যে মারা গিয়েছে তা প্রথমে বুঝতে পারেনি মা হাতি। তাই সন্তানকে শুঁড়ে তুলে নিয়ে যেতে থাকে সে।
জলপাইগুড়ি, ২৭ মে: মৃত সন্তানকে (Elephant Calf) শুঁড়ে তুলে নিয়ে যাচ্ছে মা হাতি (Elephant)। এমনই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে (Ambari Tea Estate)। জানা গিয়েছে, এদিন এক জঙ্গল থেকে আর এক জঙ্গল পারাপার হওয়ার সময় এই হাতির বাচ্চাটির মৃত্যু হয়। তারপরই সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়ে মা হাতি। মৃত সন্তানের দেহ (Elephant Calf Dead Body) নিয়ে কী করবে বুঝে উঠতে পারে না। আসলে মনে হয় সন্তান যে মারা গিয়েছে তা প্রথমে বুঝতে পারেনি মা হাতি। তাই সন্তানকে শুঁড়ে তুলে নিয়ে যেতে থাকে সে।
হাতির বাচ্চার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের (Binnaguri Wild Life Squad) একটি দল। মৃতদেহ উদ্ধার করতে যায় দলটি। কিন্তু হাতিটি রেডব্যাঙ্ক টি এস্টেটে চলে যায়। বন দফতর সূত্রে খবর ওই হস্তিশাবকটির মা সহ ৩০-৩৫ টি হাতির দল চা বাগানের জঙ্গলেই রয়েছে।
দেখুন ভিডিও:
এদিকে, হাতির মৃত্যুর কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। বন বিভাগের কর্মীরা নজর রাখছেন হাতির দলটির উপর। অন্ধকার নামলেই হস্তিশাবকটির দেহ উদ্ধার করা সম্ভব হবে।