Rajnath Singh: বিশ্বভারতীতে রাজনাথের সফরে মোদীকে নিয়ে বিবিসির ডকুমেন্টরি প্রদর্শনের তোড়জোড় ছাত্রদের একাংশের, 'অপমান' মন্তব্য বিজেপির

গুজরাটে গোষ্ঠী সংঘর্ষে তৎকালীন মুখ্যমন্ত্রীর কী ভূমিকা ছিল, সে বিষয়ে চিত্রনাট্য তৈরি করা হয় বিবিসির তরফে। যা প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক শুরু হয়েছে। এবার সেই বিবিসির ডকুমেন্টরিই প্রতিরক্ষামন্ত্রীর সফরের সময় বিশ্বভারতীর একদল পড়ুয়ার তরফে চালানো হবে বলে খবর। যা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

Rajnath Singh (Photo Credit: Instagram)

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি: বিশ্বভারতীতে (Visva Bharati) রাজনাথ সিং (Rajnath Singh) যখন হাজির হবেন, তখন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির ডকুমেন্টরি দেখানো হবে। বিশ্বভারতীর ছাত্রদের একাংশের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যখন বিশ্বভারতীতে হাজির হবেন, সেই সময় সেখানে বিবিসির (BBC)  ডকুমেন্টরি দেখানোর অর্থ 'অপমান'। এমনই মন্তব্য বিজেপির। প্রসঙ্গত গুজরাটে গোষ্ঠী সংঘর্ষের সময় সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। গুজরাটে গোষ্ঠী সংঘর্ষে তৎকালীন মুখ্যমন্ত্রীর কী ভূমিকা ছিল, সে বিষয়ে চিত্রনাট্য তৈরি করা হয় বিবিসির তরফে। যা প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক শুরু হয়েছে। এবার সেই বিবিসির ডকুমেন্টরিই প্রতিরক্ষামন্ত্রীর সফরের সময় বিশ্বভারতীর একদল পড়ুয়ার তরফে চালানো হবে বলে খবর। যা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: BBC Documentary: মোদীকে নিয়ে বিবিসি ডকুমেন্টরি প্রদর্শনের দাবি, দিল্লি বিশ্বিবিদ্যালয়ে আটক ২০

যদিও বিবিসির ডকুমেন্টরি শো-এর জন্য বোলপুর পুলিশের তরফে কোনও অনুমতি দেওয়া হয়নি বলে খবর।

প্রসঙ্গত বৃহস্পতিবার বিকেলে সুভাষ সরকারকে নিয়ে বোলপুর সফরে আসবেন রাজনাথ সিং। শুক্রবার সকালে বিশ্বভারতীর কনভোকেশন অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী।