West Bengal Weather Forecast: প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এইসব জেলা, দুর্যোগ থেকে রেহাই কবে? রইল আবহাওয়ার সব আপডেট

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

প্রতীকী ছবি (ফাইল ফটো)

কলকাতাঃ নিম্নচাপের বৃষ্টি(Rain) থেকে এখনই রেহাই নয়। বৃহস্পতিবারও আকাশের মুখ ভার। প্রবল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের (West Bengal)একাধিক জেলায়। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া(Weather)? আসুন জেনে নেওয়া যাক। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমলেও, প্রবল বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে। অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব বর্ধমানে। পাশাপাশি উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই উত্তরবঙ্গের চার জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই চার জেলায় ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এ ছাড়া কোচবিহার সহ বেশকিছু জায়গায় ২০০ মিলিমিটারের অধিক বৃষ্টিও হতে পারে। সেই সব জায়গায় জারি হয়েছে কমলা সতর্কতা।বৃহস্পতিবার দিনভর কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

দুর্যোগ থেকে রেহাই কবে, রইল আবহাওয়ার সব আপডেট