Uttar Dinajpur: তোলা আদায়ের প্রতিবাদ করায় উত্তর দিনাজপুরের কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে খুন, অভিযোগের তির তৃণমূলের দিকে
কাপড়ের দোকানে ধুকে তোলা আদায়ের চেষ্টা করে কিছু দুষ্কৃতি। টাকা দিতে অস্বীকার করে দুষ্কৃতিদের সঙ্গে জামেলা করায় দোকানদারকে এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁরা।
তোলা আদায়ের প্রতিবাদ করায় উত্তর দিনাজপুরের ( Uttar Dinajpur) এক কাপড় ব্যবসায়ীকে দিনে দুপুরে খুন হতে হল দুষ্কৃতিদের কাছে। শনিবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুর (Islampur) শহরের বীজ হাট্টি এলাকায় ঘটনাটি ঘটে। একটি কাপড়ের দোকানে ধুকে তোলা আদায়ের চেষ্টা করে কিছু দুষ্কৃতি। টাকা দিতে অস্বীকার করে দুষ্কৃতিদের সঙ্গে জামেলা করায় দোকানদারকে এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে ওই কাপড় ব্যবসায়ীর।
ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে তুলেছেন উত্তর দিনাজপুর বিজেপির জেলা সহ-সভাপতি সুরজিত সেন। তিনি দাবি করেছেন, ইসলামপুরে এখন তোলা আদায় শুরু হয়েছে। এখানে ব্যবসা করে খেতে হলে ব্যবসায়ীদের তৃণমূলের গুন্ডাদের তোলা দিতে হবে। আর সেই তোলা দেওয়ার প্রতিবাদ করায় কাপড় ব্যবসায়ী রতনবাবুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
প্রকাশ্যে দিনে দুপুরে খুনের জঘন্য ঘটনার প্রতিবাদে রবিবার ইসলামপুর এলাকায় বনধের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি। শান্তিপূর্ণ এই বনধে ইসলামপুরবাসীদের স্বতঃস্ফূর্ত সমর্থনের আদেবন জানিয়েছেন বিজেপির জেলা সহ-সভাপতি। তাঁর কথায়, 'আজ রতনবাবুর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। কাল অন্য কারুর সঙ্গে ঘটতে পারে। কেউ এখানে সুরক্ষিত নয়। এখানে পুলিশ প্রশাসন আইন কানুন সব তলানিতে এসে ঠেকেছে'।