Abhishek Banerjee: নারী ক্ষমতায়ন নিয়ে রাষ্ট্রসংঘের আলোচনা সভায় যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
দিল্লিতে সম্প্রতি মুখ্যমন্ত্রী পদে একজন মহিলা বসলেও বিগত এক দশকের বেশি সময় ধরে ভারতের একমাত্র রাজ্য বাংলাতেই ছিলেন মহিলা মুখ্যমন্ত্রী।
দিল্লিতে সম্প্রতি মুখ্যমন্ত্রী পদে একজন মহিলা বসলেও বিগত এক দশকের বেশি সময় ধরে ভারতের একমাত্র রাজ্য বাংলাতেই ছিলেন মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নেতৃত্বে এই রাজ্যে নারীদের ক্ষমতায়ন. একাধিক জনকল্যাণমূলক প্রকল্প করেছে তৃণমূল সরকার। এমনকী পার্লামেন্টে মহিলা সাংসদ সংখ্যা হিসেবে বাংলা নাম অনেকটাই এগিয়ে। গোটা ভারত তো বটেই এবার সুদূর নরওয়েতেও পৌঁছে গিয়েছে সে কথা। আর তাই রাষ্ট্রসংঘে নারী ক্ষমতায়ন (Women Empowerment) নিয়ে আলোচনা সভায় এবার আমন্ত্রণ পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ (Abhishek Banerjee)।
জানা যাচ্ছে সম্প্রতি নরওয়েতে ভারতীয় দূতাবাস ও রাষ্ট্রসংঘে মহিলা অধিকার সংক্রান্ত বিভাগের পক্ষ থেকে ওসলোতে নারী ক্ষমতায়ন নিয়ে আলোচনা সভা হতে চলেছে। এখানে রাজনৈতি, সামজিক সহ প্রতিটি ক্ষেত্রে নারীরা কীভাবে সমাজের প্রভাব ফেলছে, তাঁদের দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ, সেই নিয়েই আলোচনা হবে। আর এই কর্মসূচি চলবে আগামী ১৭ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত। সেখানে ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল যাবেন। যার মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।