Sukanta Majumdar: রাজ্য সরকারের কোনও দূরদৃষ্টি নেই, বাংলায় বন্যা পরিস্থিতি নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে একদিকে যখন কেন্দ্র সরকারকে দোষারোপ করতে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই বন্যার জন্য রাজ্য সরকারকেই দায়ী করছে।

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে একদিকে যখন কেন্দ্র সরকারকে দোষারোপ করতে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), তখন অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই বন্যার জন্য রাজ্য সরকারকেই দায়ী করছে। , শুভেন্দু অধিকারীদের দাবি, এই বন্যা মোকাবিলায় কেন আগাম প্রস্তুতি নেয়নি নবান্ন। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "প্রতিবছর এই সময় যখন বন্যা হয়, তখন রাজ্য সরকার আগে থেকে প্রস্তুতি কেন নেয় না? এক বছর ধরে রাজ্য সরকার কী করেছে? সবসময়ই বলা হয় এটা মানবসৃষ্ট বন্যা, এই বন্যা ঠেকানোর জন্য আগে থেকে কোন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার? রাজ্য সরকার বিগত এক বছরে কী করেছে এবং আগামী একবছরে এই বন্যা মোকাবিলায় কী করবে তার সুস্পষ্ট ধারনা কারোর কাছে নেই। আসলে এই বন্যা মোকাবিলা রাজ্য সরকারের দূরদৃষ্টি নেই"।

সুকান্ত আরও বলেন,  "কংসাবতি নদীর যে বাঁধ রয়েছে, সেটা সংস্কার কেন হচ্ছে না? জল সংরক্ষণের ক্ষমতা বাড়ানোর জন্য কী করা হয়েছে? কেন ড্রেনেজ সিস্টেম সংস্কার হচ্ছে না? আগামী বছরেও আবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলবেন উনি। এটা প্রতিবছর হয়েই যাবে। কিন্তু যখন বন্যা হচ্ছে না তার আগে ছোট ছোট রিভার ব্যাঙ্ক, বাঁধগুলি যে সংস্কারের প্রয়োজন সেটা করবেন না। কোনও রাজ্য সরকারের ইঞ্জিনিয়ারকে এই বাঁধগুলি সংস্কার করানোর জন্য পাঠানো হবে না। হয়তো রাজ্য সরকার এরজন্য অর্থ বরাদ্দ করেছে। কিন্তু সেই টাকা তাঁর মন্ত্রীরা খেয়ে নেয়"।