Kolkata: বড়দিনের আগে তল্লাশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণের মাদক, গ্রেফতার দুই যুবক

সামনেই উৎসবের মরসুম। আর তার আগেই শহরে ঢুকছে নিষিদ্ধ মাদক। রবিবার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের এমডিএমএ ট্যাবলেট, কোকেন ও গাঁজা।

সামনেই উৎসবের মরসুম। আর তার আগেই শহরে ঢুকছে নিষিদ্ধ মাদক। রবিবার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের এমডিএমএ ট্যাবলেট, কোকেন ও গাঁজা। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, এই চক্রে আরও অনেকে জড়িত থাকার আশঙ্কা রয়েছে। জানা যাচ্ছে এদিন পঞ্চসায়র ও বাইপাস এলাকায় তল্লাশি চালিয়েছিল কলকাতা পুলিশের (Kolkata Police) নারকোটিক্স বিভাগের পুলিশ আধিকারিকরা। আর তারপরেই উদ্ধার হয় এই মাদকগুলি। ইতিমধ্যেই অভিযুক্তদের জেরা করা শুরু করেছে।

পুলিশসূত্রে জানা যাচ্ছে, এদিন ভোরবেলায় পঞ্চসায়রে নয়াবাদ এলাকায় এক বহুতলের ১০ তলায় ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলে। সেখানে বছর ২৭-এর মহম্মদ পারভেজকে গ্রেফতার করা হয়। উদ্ধার ১৩.৫০ গ্রাম এমডিএমএ ট্যাবলেট, ৫.৬১০ গ্রাম কোকেন ও ২ কেজি গাঁজা। অন্যদিকে আরেকটি টিম বাইপাসের ধারে ক্যাশ এন্ড ক্যারি কাছে একটি ফ্ল্যাট থেকে ১.৪১ গ্রাম এমডিএমএ ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতার হয় প্রসেনজিৎ রায় নামে এক ব্যক্তি।