Katwa: কাটোয়ায় ডাকাতির ঘটনায় পুলিশ জালে দুই অভিযুক্ত, বাকিদের খোঁজে জারি তল্লাশি অভিযান

কাটোয়ায় এক জ্যোতিষীর বাড়িতে শুক্রবার রাতে লুটপাট চালায় ৬-৭ জনের একটি ডাকাতদল। ঘটনাটি ঘটেছিল পুইনি গ্রামে।

Jail, Representational Image (Photo Credit: IANS)

কাটোয়ায় এক জ্যোতিষীর বাড়িতে শুক্রবার রাতে লুটপাট চালায় ৬-৭ জনের একটি ডাকাতদল। ঘটনাটি ঘটেছিল পুইনি গ্রামে। সর্বস্ব খুইয়ে মাথায় হাত গোটা পরিবারের। তবে অভিযোগ জানানো ২৪ ঘন্টার মধ্যেই দুই দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে বাকিদের খোঁজ এখনও পাওয়া যায়নি। তাঁদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান। যদিও তদন্তস্বার্থে এখনই অভিযুক্তদের নাম প্রকাশ্যে আনতে চাইছেন না তদন্তকারী আধিকারিকরা। তবে তাঁদের জেরা করে বাকিদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের রবিবারই আদালতে পেশ করা হয়েছে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য।

শুক্রবার রাত পৌনে এগারোটা নাগাদ পুইনি গ্রামের বাসিন্দা নিবাস দাসের বাড়িতে ডাকাতদল হাজির হয়। সেই সময় নিবাস দাস, তাঁর স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না। তাঁরা জয়রামবাটি ঘুরতে গিয়েছিলেন। তবে বাড়িতে উপস্থিত ছিলেন নিবাসের ছেলে রাকেশ দাস, দিদিমা ও তাঁর বোন। অভিযোগ, ডাকাতদল বাড়িতে এসে কয়েক ভরি সোনা, রুপোর গয়না ও নগদ টাকা নিয়ে পালায়। রাকেশ তাঁদের বাধা দিতে গেলে হাতে ভোজালির কোপ পড়ে এবং একজন দুষ্কৃতি গুলি ছোড়ে। তা শরীর ছুঁয়ে বেরিয়ে যায়। তারপর ডাকাতদল সর্বস্ব লুট করে পালালে রাকেশই প্রতিবেশীকে ডাকাডাকি করে। সেই সঙ্গে বাবাকেও ফোন করে সবটা জানায়।

এরপর রাকেশকে হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদিকে পুলিশে অভিযোগ জানালে শুরু হয় তদন্ত। আর তারপরেই অভিযোগ জানানোর ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার হয় দুই ব্যক্তি। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।