TMC Candidate Replaced: নির্বাচনের আগে মাটিগাড়া নকশালবাড়ির প্রার্থী বদল তৃণমূলের

নির্বাচনের আগে প্রার্থী বদলে আবার জল্পনা বাড়ালো তৃণমূল। মাটিগাড়া নকশালবাড়ি আসনের তৃণমূল প্রার্থীর বদল করা হয়েছে। নলিনী রঞ্জন রায়ের বদলে রাজেন সুনদাসকে প্রার্থী করতে চলেছে তৃণমূল। গতকাল রাতেই তিনি তৃণমূলে যোগ দেন। দার্জিলিংয়ের আরটিও পদে ছিলেন রাজেন সুনদাস। তৃণমূলের প্রার্থী হিসেবে প্রচারও শুরু করেছিলেন নলিনী রঞ্জন রায়।

প্রতীকী ছবি(Photo Credit: PTI)

কলকাতা, ২৮ মার্চ: নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) আগে প্রার্থী বদলে আবার জল্পনা বাড়ালো তৃণমূল (TMC)। মাটিগাড়া নকশালবাড়ি আসনের তৃণমূল প্রার্থীর বদল করা হয়েছে। নলিনী রঞ্জন রায়ের বদলে রাজেন সুনদাসকে প্রার্থী করতে চলেছে তৃণমূল। গতকাল রাতেই তিনি তৃণমূলে যোগ দেন। দার্জিলিংয়ের আরটিও পদে ছিলেন রাজেন সুনদাস। তৃণমূলের প্রার্থী হিসেবে প্রচারও শুরু করেছিলেন নলিনী রঞ্জন রায়।

এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যার জন্য কলকাতায় ডেকে পাঠানো হয়েছে দলের জেলা সভাপতি রঞ্জন সরকারকে। আজই দার্জিলিং থেকে বিমানে রাজেন সুনদাস কলকাতা গিয়েছেন বলে জানা গেছে। শিলিগুড়ির মাটিগাড়া-নকশালবাড়ি আসনটি বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। আরও পড়ুন, 'ডাল মে কুচ কালা হ্যায়', মমতা ব্যানার্জির ফাঁস হওয়া অডিও ক্লিপ প্রসঙ্গে মন্ত্রী সুব্রত মুখার্জি

এই আসনে সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী হিসেবে লড়াই করছেন কংগ্রেসের শংকর মালাকার। বিজেপির হয়ে লড়াই করছেন আনন্দময় বর্মন।



@endif