Anubrata Mondal:মঙ্গল ভোরেই বাংলায় ফিরলেন অনুব্রত, সঙ্গে মেয়ে সুকন্যা, দেখুন ভিডিয়ো

বিমানবন্দর থেকে বীরভূমের দিকে রওনা হয়েছে সে গাড়ি। দিল্লি থেকেই বাবা-মেয়ে কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। সাংবাদিকদের প্রশ্নের সামনে শোনা যায়নি 'বীরভূমের বাঘ'-এর গর্জন।

কলকাতা বিমানবন্দরে অনুব্রত মণ্ডল (ছবিঃANI)

কলকাতাঃ বাংলায় ফিরলেন অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। মঙ্গলবার কাকভোরে কলকাতা বিমানবন্দরে(Kolokata Airport) পা রাখেন কেষ্ট। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল(Sukanya Mondal)। সোমবার রাতেই তিহাড় জেল(Tihar Jail) থেকে ছাড়া পান দাপুটে তৃণমূল(Trinamool) নেতা। এ দিন রাতেই কলকাতার বিমানে(Flight) চাপেন। অবশেষে মঙ্গল ভোরে কলকাতার মাটি ছোঁয় কেষ্ট মন্ডলের বিমান। দিল্লি থেকেই অনুব্রতর সঙ্গে রয়েছেন মেয়ে সুকন্যা। তিনিও তিহাড় জেলেই ছিলেন। কিছুদিন আগেই ছাড়া পান। তবে বাড়ি ফেরেওননি। এতদিন দিল্লিতেই ছিলেন সুকন্যা। একেবারে বাবাকে সঙ্গে নিয়েই রাজ্যে ফিরলেন। এ দিন কেষ্টর পরণে ছিল সাদা পায়জামা ও পাঞ্জাবী। বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা গাড়িতে ওঠেন কেষ্ট এবং সুকন্যা। অনুমান, বিমানবন্দর থেকে বীরভূমের দিকে রওনা হয়েছে সে গাড়ি। দিল্লি থেকেই বাবা-মেয়ে কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। সাংবাদিকদের প্রশ্নের সামনে শোনা যায়নি 'বীরভূমের বাঘ'-এর গর্জন। প্রসঙ্গত, গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। তারপর থেকে দিল্লির তিহাড় জেলেই ঠাঁই হয়েছিল বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতার। গত সপ্তাহেই জামিন পান। অবশেষে ১৮ মাস পর বাংলায় ফিরলেন তিনি।

মঙ্গল ভোরেই বাংলায় ফিরলেন অনুব্রত মণ্ডল