Sujata Mandal: পান খেয়ে টোটো চালিয়ে ভোট প্রচারে ব্যস্ত তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল

বাঁকুড়ায় ভোটপ্রচারে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল (Sujata Mandal)। রবিবাসরীয় প্রচারে কার্যত টোটো চাালিয়ে জনগণের মাঝে চলে গেলেন তিনি। সেই সঙ্গে এই গরমে তেষ্টা মেটাতে খেলেন পানও। তাঁর মতে, বিজেপি নেতা মন্ত্রীদের মতো কোটি কোটি টাকার গাড়ি নিয়ে প্রচারে করি না। আমি টোটো, অটো এইসবের মাধ্যমে প্রচার করতে ভালোবাসি।

এদিন জনসভায় সুজাতা স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই প্রাক্তন স্বামী তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে আক্রমণ করেন। রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আক্রমণ করেছেন সৌমিত্র। তিনি বলেছিলেন, "২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে একইভাবে নির্বাচন কমিশনারকে মহিলা দিয়ে ট্র্যাপ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই একইভাবে রাজ্যপালকেও করছে। এবারের নির্বাচন কমিশনাকেও বলব এইসব ট্র্যাপে যেন না ফেঁসে যায়। এইসব তৃণমূলের চক্রান্ত"।

সৌমিত্রর এই মন্তব্যের পাল্টা দিয়ে সুজাতা বলেন, "বিজেপি সাংসদ এবং তাঁর পরিবারের চরিত্র, মানসিকতা সকলেরই জানা। উনি মহিলাদের বিন্দুমাত্র সম্মান করেন না। উনি ভুলে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সাংসদ হতে পেরেছিলেন। এখন মুখ্যমন্ত্রী এবং সুজাতা মণ্ডলের হাত ওনার ওপর দিয়ে সরে গিয়েছে, ফলে এবারের নির্বাচনে ধণে প্রাণে নির্বংশ হতে চলেছেন উনি"।