শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে একদিনে কলকাতায় হাসপাতালে ভর্তি ১১৫ জন, জানাল আমরি কর্তৃপক্ষ

শনিবার সন্ধ্যা পর্যন্ত কলকাতার আমরি হাসপাতালে একদিনে ১১৫ জন রোগী শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ভর্তি হয়েছে বলে জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতীকী ছবি

কলকাতা: শনিবার সন্ধ্যা পর্যন্ত কলকাতার (Kolkata) আমরি হাসপাতালে (AMRI Hospitals) একদিনে ১১৫ জন রোগী শ্বাসকষ্টজনিত সমস্যার (respiratory issues) কারণে ভর্তি হয়েছে (admitted) বলে জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।

এর মধ্যে ৫ জন শিশু-সহ মোট ২২ জন ভর্তি রয়েছে আইসিইউ বা এইচডিইউ (ICU/HDU)-তে। ভর্তি হওয়া বেশিরভাগ প্রাপ্তবয়স্ক রোগীই ভুগছেন অ্যাডেন ভাইরাস (adenovirus). নন কোভিড করোনা ভাইরাস (non-COVID coronavirus), ইনফ্লুয়েঞ্জা (influenza), প্যারা ইনফ্লুয়েঞ্জা (para influenza), রাইনোভাইরাস (rhinovirus)-সহ বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগে।