Tornado Hits Bengal: ফের টর্নেডো, হুগলি নদীতে ঘূর্ণি; পাক খেয়ে উঠছে জল

প্রাকৃতিক বিপর্যয় যেন বাংলার পিছু ছাড়ছে না কিছুতে৷ একে করোনায় ঘায়েল রাজ্যবাসী৷ তায় পর পর বছরের দুটো বিরাট ঘূর্ণিঝড়৷ আম্ফানের ক্ষত শুকোনোর আগেই য়াসের দাপট৷

হুগলি নদীর উপরে টর্নেডো(Photo Credits: ABP Ananda)

গঙ্গাসাগর, ১০ জুন: প্রাকৃতিক বিপর্যয় যেন বাংলার পিছু ছাড়ছে না কিছুতে৷ একে করোনায় ঘায়েল রাজ্যবাসী৷ তায় পর পর বছরের দুটো বিরাট ঘূর্ণিঝড়৷ আম্ফানের ক্ষত শুকোনোর আগেই য়াসের দাপট৷  আফটার শকের মতো চলছে একের পর এক টর্নেডো (Tonado)৷ আচমকা তার হানায় রীতিমতো আতঙ্কে রাজ্যের বাসিন্দারা৷ বৃহস্পতিবার সকালে ফের টর্নেডো হানা দিল রাজ্যে৷ এবার ঘটনাস্থল সাগরদ্বীপের মন্দিরতলা এলাকায়৷ এদিন সকালে আচমকা এলাকা লাগোয়া হুগলি নদীতে পাক খেয়ে আকাশের দিকে উঠতে লাগল জল৷ তীরের দিকে ক্রমশ ধাবমান টর্নেডোকে দেখে বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ এভাবে হুগলি নদীতে আধঘণ্টা ধরে দৌড়াত্ম দেখিয়ে আচমকাই মিলিয়ে যায় সে৷ তবে বাসিন্দারা ভয়ে আছে, যদি রাতের দিকে টর্নেডো ফের হানা দেয় তাহলে কী হবে৷  আরও পড়ুন-Delhi High Court: সুশান্তের মৃত্যুরহস্য নিয়ে সিনেমা, এই ছবির মুক্তি স্থগিতের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট

ঘূর্ণিঝড় য়াস আছড়ে পড়ে গত ২৬ মে৷ তবে তার আগের দিনই হুগলি, ব্যান্ডেলে ট্রনেডোর দাপটে বহু মানুষ ঘরছাড়া হয়েছে৷ ভাগীরথীর উপরে জল পাক খেয়ে উঠছে, এই দৃশ্য ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে৷ তা দেখে রাজ্যবাসী ভয়ে বিষ্ময়ে একেবারে নির্বাক৷ এর পরেই অশোকনগরে মাঠের মাঝখানে ফের  টর্নেডোর হানায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ একই দিনে নদিয়ার চাকদহে টর্নেডোর হানায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম নয়৷ এরপর মাঝে বেশ কয়েকদিন কাটিয়ে আবার টর্নেডো শিরোনামে আসতেই আতঙ্কিত রাজ্যবাসী এদিকে ভরাকোটালের কারমে দিঘা, ও সাগরদ্বীপের তীরব্রতী বাসিন্দাদের সমুদ্র থেকে দূরে থাকতে বলা হয়েছে৷ চলছে প্রচার৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে৷