GD Birla Student Death: খুন না আত্মহত্যা আজই স্পষ্ট হবে, আজই মিলবে জিডি বিড়লার আত্মঘাতী ছাত্রীর মযনাতদন্তের রিপোর্ট
আত্মহত্যা নাকি খুন! আজই মিলবে পোস্টমর্টেম রিপোর্ট, আর তাতেই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছেন বিভিন্ন মহল।
কলকাতা, ২২ জুন, ২০১৯: আজই মিলবে ময়নাতদন্তের রিপোর্ট, আর তাতেই বিষয়টি স্পষ্ট হবে খুন না আত্মহ্য়া। প্রাথমিক তদন্তে পুলিস ও ফরেন্সিক বিভাগ মনে করছে, হতাশা এবং অন্যান্য একাধিক চাপে আত্মহত্যা করেছেন দশম শ্রেণির ছাত্রী কৃত্তিকা পাল। এদিকে শুক্রবার জি ডি বিড়লায় (G D Birla School)ছাত্রীর মৃত্যু ঘিরে তোলপাড় শহর। মৃত্যু ঘিরে দানা বেঁধেছে জল্পনা। জট খুলতে তৎপর ফরেন্সিক দফতরও। পুলিস তদন্ত করছে।
স্কুলের কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুক্রবার ক্লাস চলাকালীন ১:৪৫ নাগাদ শৌচাগারে গিয়েছিল ওই ছাত্রী। প্রায় আধঘণ্টা ছাত্রীকে দেখতে না পাওয়ায় সন্দেহ হয় শিক্ষিকাদের। এরপর স্কুলের ( School) শৌচাগার থেকে উদ্ধার হয় তাঁর মৃত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিসের পদস্থ কর্তা এবং ফরেন্সিক আধিকারিকরা। পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ব্লেড, রক্তে মাখা পেন, তিন পাতার সুইসাইড নোট। রক্তে ভেসে যাচ্ছে শৌচাগারের মেঝে। মুখে প্লাস্টিক গোঁজা। আরও পড়ুন, বিজেপি-র মৃতদেহ নিয়ে মিছিলের মাঝে পুলিশের দিকে উড়ে এল ইট-পাটকেল, কাঁদানে গ্যাস চালিয়ে থামল হিংসা
এরপর তাঁর দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কৃত্তিকাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।