Kolkata Weather: আজ মরসুমের শীতলতম দিন, ঠান্ডা পড়বে আরও

সপ্তাহের শুরুটা হল শীত দিয়ে। এই মরসুমে প্রথমবার প্রত্যক্ষ শীত অনুভব করল কলকাতাবাসী। আজ, সোমবার মরসুমের শীতলতম দিন। তাপমাত্রার পারদ নেমে গেল ১৭ ডিগ্রি সেলসিয়াসে।

Winter (Photo Credits: PTI)

কলকাতা, ১৪ নভেম্বর: সপ্তাহের শুরুটা হল শীত দিয়ে। এই মরসুমে প্রথমবার প্রত্যক্ষ শীত অনুভব করল কলকাতাবাসী। আজ, সোমবার মরসুমের শীতলতম দিন। তাপমাত্রার পারদ নেমে গেল ১৭ ডিগ্রি সেলসিয়াসে।সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। আরও সুখবর। আগামী দু তিনদিনের মধ্যেই তাপমাত্রার পারদ আরও এক-দু ডিগ্রি নামতে পারে। শহরের তাপমাত্রা আগামী তিন চারদিন এমনই শীত থাকবে। বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও তাপমাত্রা কমেছে, শীতের আমেজের পর প্রত্যক্ষ শীত। তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও।

মঙ্গলবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবারের পর পরবর্তী ৩ দিন তাপমাত্রার হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন-শুভেন্দুকে 'গেট ওয়েল সুন' গ্রিটিংস পাঠাবে তৃণমূলের যুব ও ছাত্র সংগঠন, জানালেন কুণাল

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকের চেয়ে তা ১ ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সোমবার তা আরও ১ ডিগ্রি কমেছে। উত্তরবঙ্গে পাহাড় লাগোয়া এলাকায়, বিশেষত সিকিমে হতে পারে তুষারপাতও।