TMC Leader's Office Vandalised In Beleghata: গোষ্ঠীদ্বন্দ্বের জের! খোদ কলকাতায় ভাঙচুর তৃণমূল নেতার কার্যালয়ে
ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সাক্ষী হলেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাসিন্দারা। রাজ্যের শাসকদলের দুটি গোষ্ঠীর লোকেদের মধ্যে গণ্ডগোলের ফলে মহিলা ও শিশুদের মারধর করার পাশাপাশি তৃণমূলের এক স্থানীয় নেতার পার্টি কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল।
কলকাতা: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (Inner clash) সাক্ষী হলেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাসিন্দারা। রাজ্যের শাসকদলের দুটি গোষ্ঠীর লোকেদের মধ্যে গণ্ডগোলের ফলে মহিলা ও শিশুদের মারধর করার পাশাপাশি তৃণমূলের এক স্থানীয় নেতার পার্টি কার্যালয়ে ভাঙচুর চালানোর (vandalised) অভিযোগ উঠল। রবিবার ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) বেলেঘাটায় (Beleghata)। অভিযোগ পাওয়ার পরেই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে দাবি পুলিশের।
যাঁর অফিসে ভাঙচুর চালানো হয়েছে বেলেঘাটার সেই স্থানীয় তৃণমূল নেতা রাজু নস্করের (Trinamool Congress leader Raju Naskar) অভিযোগ, "শনিবার রাতে বিজেপি (BJP) থেকে সদ্য তৃণমূল কংগ্রেসে আসা কিছু ব্যক্তি এলাকায় তাণ্ডব চালাচ্ছে। গতকাল তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে আমার ঝামেলা হয়েছিল। এর জেরে আজকে প্রায় ১৫০ জনের মতো দুষ্কৃতী অস্ত্র (weapons) নিয়ে আমার অফিসে এসে ভাঙচুর চালায়। গাড়ি ভাঙচুর করার পাশাপাশি মহিলা,শিশু ও দলীয় কর্মীদের মারধর করেছে। এই বিষয়ে আমরা থানায় অভিযোগ জানিয়েছি।"
যদিও তাঁর এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের অন্য গোষ্ঠীর নেতা অলোক দাস (Alok Das) দাবি করেন, রাজু নস্করের অনুগামীরাই শনিবার রাতে তাঁর অনুগামীদের উপর অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল। তার জেরেই রবিবার সামান্য কথা কাটাকাটি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পাল (Trinamool MLA Paresh Pal)। পরে এপ্রসঙ্গে তিনি জানান, বিষয়টি মিটে গেছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আরও পড়ুন: Jamaat-ul-Mujahideen-Bangladesh: হাওড়া স্টেশন থেকে JMB জঙ্গি সন্দেহে ধৃত ব্যক্তি