Mamata Banerjee: এবার পঞ্জাবেও লড়বে তৃণমূল, জানালেন মমতা ব্যানার্জি

গত বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে ক্ষমতায় ফিরতেই দেশের অন্যান্য রাজ্যে নিজেদের জমি শক্ত করতে নজর দিয়েছে তৃণমূল। গোয়ায় আসন্ন বিধানসভা ভোটে লড়ছে তৃণমূল।

Mamata Banerjee, TMC. (Photo Credits: Twitter)

কলকাতা, ৭ ফেব্রুয়ারি: গত বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে ক্ষমতায় ফিরতেই দেশের অন্যান্য রাজ্যে নিজেদের জমি শক্ত করতে নজর দিয়েছে তৃণমূল। গোয়ায় আসন্ন বিধানসভা ভোটে লড়ছে তৃণমূল (TMC)। অসম, ত্রিপুরাতেও ভালই এগোচ্ছে তৃণমূল। হরিয়ানায় পার্টি অফিস খুলে গুটি সাজাচ্ছে দিদির দল। আর এবার পঞ্জাবেও লড়তে চলেছে তৃণমূল। দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি (Mamata Banerjee) জানালেন, ২০২৪ লোকসভা নির্বাচনে পঞ্জাবে লড়বে তৃণমূল। পঞ্জাবে মোট ১৩টি লোকসভা আসন আছে।

এর আগে মমতা জানিয়েছিলেন, উত্তরপ্রদেশে ২০২৪ লোকসভা ভোটে দাঁড়াবে তৃণমূল। যদিও পঞ্জাব, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ছে না তৃণমূল। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে সরাসরি সমর্থন করছেন মমতা। অখিলেশ যাদবের হয়ে প্রচার করতে আজই দু দিনের উত্তরপ্রদেশ সফরে গেলেন মমতা। গোয়া বিধানসভায় একাই লড়ছে তৃণমূল। আরও পড়ুন: উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশের জয় নিয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরা, অসম, গোয়ায় নিজেদের জমি পাওয়ার চেষ্টা করছে তৃণমূল। গোয়ায় ঝড় তুলে শুরু করলেও নির্বাচন যত এগিয়েছে ততই পিছিয়ে পড়ছে দিদির দল। গোয়া বিধানসভায় তৃণমূল খাতা খুলতে পারে কি না সেটাই দেখার।



@endif