Kunal Ghosh Attacks BJP: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ঘটনায় বিজেপিকে আক্রমণ, ভিডিয়োতে শুনুন কী বললেন কুণাল ঘোষ

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে একজন নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। সকাল থেকে দফায় দফায় গণ্ডগোলের জেরে টহলদারি চালাচ্ছে পুলিশ।

Photo Credits: ANI

কলকাতা: উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) কালিয়াগঞ্জে (Kaliyaganj) একজন নাবালিকাকে (minor girl) ধর্ষণের (rape) পর খুনের (murder) অভিযোগে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। সকাল থেকে দফায় দফায় গণ্ডগোলের জেরে টহলদারি চালাচ্ছে পুলিশ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি বিধায়করা কালিয়াগঞ্জে গিয়ে মৃতার পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু, তাঁদের শহরে ঢুকতেই দেয়নি পুলিশ। এরপরই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার এই বিষয়ে বিজেপিকে আক্রমণ করে তাদের বিরুদ্ধে গণ্ডগোল লাগানোর অভিযোগ করলেন তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (TMC State Gen Secy Kunal Ghosh)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "পুলিশ যেভাবে ওই নাবালিকা মেয়েটির মৃতদেহ নিয়ে গেছে তা খুবই দুঃখজনক (saddening)। এটা অত্যন্ত দুভার্গ্যজনক (unfortunate) ঘটনা। তবে কারা সেই সমস্ত মানুষ যারা পুলিশকে কাজ করতে বাধা দিচ্ছে। ওখানে বিজেপির (BJP) লোকেরাই গণ্ডগোল করছে।"

দেখুন ভিডিয়ো:

এদিকে কালিয়াগঞ্জের ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে তোপ দেগে সিবিআই (CBI) তদন্তের দাবি তুলছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্যোপাধ্যায় (BJP MP Locket Chatterjee) ও বিজেপি নেত্রী ভারতী ঘোষ (BJP leader Bharati Ghosh)। এপ্রসঙ্গে লকেট বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) তাঁর পদের সঙ্গে সুবিচার করছেন না। তাঁর পদত্যাগ করা উচিত। পশ্চিমবঙ্গ সরকার প্রমাণ লোকানোর চেষ্টা করছে। তাই এই মামলার তদন্ত অবশ্যই সিবিআইকে দিয়ে করানো উচিত।"

ভারতী ঘোষ বলেন, "যখন কোনও অপরাধ ঘটে তখন যে নিয়মগুলো মেনে চলা উচিত তা এড়িয়ে চলছে পুলিশ। তারা যেভাবে মৃতদেহটি টেনে নিয়ে গেছে তা নিন্দনীয়। পুরো অপরাধ প্রক্রিয়াটির মধ্যেই পুলিশের সক্রিয় যোগ রয়েছে বলে মনে হচ্ছে। তারা অপরাধের ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করছে, প্রমাণ লোপাট করে অপরাধীদের বাঁচাতে চাইছে। এই ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানোর দাবি জানাচ্ছি।"