Sudip Bandyopadhyay: 'ছাব্বিশে শূণ্য হওয়ার সময় এসে গিয়েছে বিজেপির', মমতার দিল্লি সফরের আগে পদ্ম শিবিরকে কটাক্ষ সুদীপের

সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এর আগে সুভাষ ঘিষিং একবার উত্তরবঙ্গ ভাগের কথা বলেন। দার্জিলিংকে গোর্খাল্যান্ড বানানোর দাবি তোলেন। সেই সময় কীভাবে প্রতিবাদ, বিক্ষোভে সামিল হন বাংলার মানুষ, তা সবাই প্রত্যক্ষ করেছেন। পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের কথা পছন্দ করেন না বলেই, সিপিএম, কংগ্রেস রাজ্যে শূণ্য হয়েছে।

Sudip Bandyopadhyay.jpg (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৫ জুলাই: বৃহস্পতিবার দিল্লি (Delhi) যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিল্লিতে হাজির হয়ে সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। সংসদে বাদল অধিবেশনের মাঝে বৃহস্পতি সকালে এমনই জানান সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সাংসদ আরও বলেন, পশ্চিমবঙ্গের মানুষ কখনও বাংলা ভাগের পক্ষে নন। এর আগে সুভাষ ঘিষিং একবার উত্তরবঙ্গ ভাগের কথা বলেন। দার্জিলিংকে গোর্খাল্যান্ড বানানোর দাবি তোলেন। সেই সময় কীভাবে প্রতিবাদ, বিক্ষোভে সামিল হন বাংলার মানুষ, তা সবাই প্রত্যক্ষ করেছেন। পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের কথা পছন্দ করেন না বলেই, সিপিএম, কংগ্রেস রাজ্যে শূণ্য হয়েছে। ২০২৬ সালে বিজেপিরও শূণ্য হওয়ার সময় এসে গিয়েছে বলে কটাক্ষ করেন সুদীপ।

পাশাপাশি তৃণমূল (TMC) সাংসদ আরও বলেন, এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ১০, ১২ আসনে বেধে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী, অমিত শাহ-রা বার বার দাবি করেছিলেন। কিন্তু বিজেপিই শেষ পর্যন্ত ১২ আসনে নেমেছে। তাই এসব কথা বলে কোনও লাভ বিজেপির নেই বলে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন সুদীপ।