Shatabdi Roy: আগামিকাল দিল্লি যাচ্ছেন না শতাব্দী রায়, অভিষেক ব্যানার্জির সঙ্গে মিটিংয়ের পর সিদ্ধান্ত

বৃহস্পতিবার থেকে টানা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পর কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জির সঙ্গে মিটিংয়ের পর ইউটার্ন শতাব্দীর। মিটিংয়ের পরই জানিয়ে দেন, আগামিকাল যাচ্ছেন না দিল্লি। অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর শতাব্দী রায় (Satabdi Roy) সাংবাদিকদের বলেন,'সব অভিযোগ জানিয়েছি। মমতা ব্যানার্জিকে দেখেই রাজনীতিতে আসা। দিদির পাশেই আছি। দিল্লি যাচ্ছি না।' পাশ থেকে কুণাল ঘোষ জানিয়ে দেন,'শতাব্দী দলেই থাকছেন।'

শতাব্দী রায়। (Photo Credits: IANS)

কলকাতা, ১৫ জানুয়ারি: বৃহস্পতিবার থেকে টানা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পর কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জির সঙ্গে মিটিংয়ের পর ইউটার্ন শতাব্দীর। মিটিংয়ের পরই জানিয়ে দেন, আগামিকাল যাচ্ছেন না দিল্লি। অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর শতাব্দী রায় (Shatabdi Roy) সাংবাদিকদের বলেন,'সব অভিযোগ জানিয়েছি। মমতা ব্যানার্জিকে দেখেই রাজনীতিতে আসা। দিদির পাশেই আছি। দিল্লি যাচ্ছি না।' পাশ থেকে কুণাল ঘোষ জানিয়ে দেন,'শতাব্দী দলেই থাকছেন।'

শনিবার দিল্লি যাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা ছিল তাঁর। আজ সকালে জল্পনা জিইয়ে রেখে অমিত শাহের সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে জানান, দিল্লি যাচ্ছি, পরিচিতদের সঙ্গে দেখা হতেই পারে। দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।’ তিনি আরও জানান, এলাকায় যেভাবে যেতে চাইছেন, সেভাবে পারছেন না। মনে হচ্ছে নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হবে না। আরও পড়ুন, 'আলোচনার মাধ্যমেই কৃষি আইন সংক্রান্ত বিতর্কের সমাধান সম্ভব', নবম দফা বৈঠক শেষে নরেন্দ্র সিং তোমর

বৃহস্পতিবার শতাব্দী ফ্যান ক্লাবের ফেসবুক পোস্টে লেখেন, ‘যদি কোনও সিদ্ধান্ত নিই, ১৬ জানুয়ারি নেব। শনিবার দুপুর দুটোয় জানাব। অনেকে প্রশ্ন তুলছেন, আমাকে কর্মসূচিতে দেখা যাচ্ছে না কেন? কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। সাংসদ পরে, অভিনেত্রী হিসেবে আগে থেকেই মানুষের ভালোবাসা।’ জনগণের উদ্দেশে ফেসবুক বার্তা শতাব্দী রায়ের। এ বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি শতাব্দী রায়ের। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। শতাব্দী খুব ভাল মেয়ে। ও সোজা কথা বলে। ওর অন্য কোনরকম চিন্তা আছে বলে খবর পাইনি। ওকে নিশ্চয়ই কর্মসূচিতে ডাকা উচিত। ওকে কর্মসূচিতে দেখা যাচ্ছে না, এ কথা ঠিক না।’