সমালোচকদের আগেই চুপ করিয়েছেন, এবার রথযাত্রায় ইসকনের বিশেষ অতিথি নুসরত জাহান
স্বামী নিখিল জৈনকে নিয়েই অনুষ্ঠানে যাবেন সাংসদ অভিনেত্রী।
কলকাতা, ২ জুলাই: এবার বসিরহাটের সেই তৃণমূল সাংসদ নুসরতকেই ‘বিশেষ অতিথি’ হিসেবে রথযাত্রা উৎসবে আমন্ত্রণ জানালেন ইসকন কর্তৃপক্ষ। আমন্ত্রণ পেয়ে ইসকনকে ধন্যবাদ জানিয়েছেন নুসরত। ঘনিষ্ঠ মহলে নুসরত (Nusrat Jahan) জানিয়েছেন, স্বামী নিখিল জৈনকে (Nikhil Jain)সঙ্গে নিয়েই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অন্যদিকে তারকা সাংসদকে ‘সামাজিক সম্প্রীতির অগ্রদূত’ মন্তব্য করে আমন্ত্রণ গ্রহণ করার জন্য ইসকন কর্তৃপক্ষও পাল্টা অভিনন্দন জানিয়েছেন নুসরতকে। বলা বাহুল্য, এবারও ইসকনের রথযাত্রায় প্রধান অতিথি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন-সিঁথিতে সিঁদুর-“বিয়ে করে হিন্দু হয়ে গেলেন নুসরত”? ট্রোলের জবাব দিলেন অভিনেত্রী সাংসদ
এমনিতেই প্রিয় বন্ধু নিখিল জৈনকে বিয়ে করায় সাংসদ অভিনেত্রীকে কম ট্রোলড হতে হচ্ছে না। সুযোগ পেলেই কেউ না কেউ তাঁকে আক্রমণ করছে। দেওবন্দ মাদ্রাসার তরফে তাঁকে কথা শোনানো হলে পাল্টা জবাব দিতে কার্পণ্য করেননি নুসরত। তারপরই আচমকা চুপ করে যায় সমালোচকের দল। নুসরতের এহেন জবাবে খুশি কলকাতার ইসকন কর্তৃপক্ষ। ইসকনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমণ দাস বলেন, ‘‘নুসরত জাহান নতুন ভারতের প্রতিনিধি, অখণ্ড ভারতের প্রতিনিধি। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের ধর্মাচরণে অংশগ্রহণের মাধ্যমেই ভারত মহান হয়ে উঠবে। এটাই ভারতবর্ষ। নুসরতের মতো যুবসমাজই আগামীর পথ দেখাবে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘যেখানে নিজের পছন্দ বেছে নেওয়ার স্বাধীনতা সবার রয়েছে, সেটাই সুখী সমাজ। সৃষ্টিকর্তা আমাদের সেই স্বাধীনতা দিয়েছেন। সুতরাং, আমরা কারও সেই স্বাধীনতা কেড়ে নিতে পারি না।’’
আগামী ৪ জুলাই বৃহস্পতিবার রথযাত্রা। মধ্য কলকাতার অ্যালবার্ট রোডে ইসকন মন্দিরের উল্টো দিকে হাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে শুরু হয় তাদের রথযাত্রা। এ বছর ইসকনের রথযাত্রার ৪৮তম বর্ষ। অন্যান্য রথযাত্রার মতোই জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে রথে বসিয়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান এই রথযাত্রা। এই অনুষ্ঠানেই নুসরতকে আমন্ত্রণ জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ।