Coronavirus: করোনা আক্রান্ত অভিনেত্রী ও তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাবা

করোনাভাইরাসে ((COVID-19) আক্রান্ত হলেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের (Satabdi Roy) বাবা। উপসর্গ নিয়ে রবিবার তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাঁর রিপোর্ট পজিটিভ আসে। কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন সাংসদের বাবা। তবে গত কয়েকদিন ধরে খাবারে কোনও স্বাদ পাচ্ছিলেন না। পাশাপাশি প্রচন্ড দুর্বলও বোধ করছিলেন। এরপরই তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

শতাব্দী রায়। (Photo Credits: IANS)

কলকাতা, ২৯ জুলাই: করোনাভাইরাসে ((COVID-19) আক্রান্ত হলেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের (Satabdi Roy) বাবা। উপসর্গ নিয়ে রবিবার তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাঁর রিপোর্ট পজিটিভ আসে। কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন সাংসদের বাবা। তবে গত কয়েকদিন ধরে খাবারে কোনও স্বাদ পাচ্ছিলেন না। পাশাপাশি প্রচন্ড দুর্বলও বোধ করছিলেন। এরপরই তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এই বিষয়ে শতাব্দী জানিয়েছেন, তাঁর বাবা খুবই ফিট। গত কয়েকদিন ধরেই তাঁর বাবা কিছু স্বাদ পাচ্ছিলেন না বলে জানাচ্ছিলেন। সেইসঙ্গে দুর্বল বোধ করছিলেন। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে আলাদা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। আরও পড়ুন: COVID-19 Cases In India: একদিনে সংক্রামিত ৪৮ হাজার ৫১৩ জন, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১৫ লাখ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত (COVID-19 Cases In India) হয়েছেন ৪৮ হাজার ৫১৩ জন। সবমিলিয়ে বুধবার ১৫ লাখের কোটা টপকে গেল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে দেশে এখন করোনা আক্রান্তের মোট পরিসংখ্যান ১৫ লক্ষ ৩১ হাজার ৬৭০। মঙ্গলবার সকাল থেকে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৭৬৮ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত মহামারী করোনায় ভারতে প্রাণ গিয়েছে ৩৪ হাজার ১৯৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ১৭৫ জন। তথ্য বলছে ভারতে মারণ ভাইরাসকে রুখে সুস্থতার হার লক্ষ্যণীয়। এখনও পর্যন্ত ৯ লক্ষ ৮৮ হাজার ২৯ জন সুস্থ হয়ে উঠেছেন।