Mamata Banerjee Health Update: মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে রুজিরা
বুধবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পড়ে গিয়ে আহত হন। তাঁকে সেখান থেকে গ্রিন করিডর করে তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় সেখানে পৌঁছানোর আগেই হাসপাতালে চলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুদিন তিনি বার বার পিসিকে দেখতে হাসপাতালে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চিকিৎসাধীন ছবিও তিনিই প্রথম নেটমাধ্যমে শেয়ার করেন। বিজেপি হুংকার ছেড়ে বলেন, ২ মে বাংলার জনগণ উত্তর দেবে বিজেপি যেন প্রস্তুত থাকে। শুক্রবার সকালে পিসি শাশুড়িকে দেখতে হাসপাতালে আসন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১২ মার্চ: বুধবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পড়ে গিয়ে আহত হন। তাঁকে সেখান থেকে গ্রিন করিডর করে তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় সেখানে পৌঁছানোর আগেই হাসপাতালে চলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুদিন তিনি বার বার পিসিকে দেখতে হাসপাতালে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চিকিৎসাধীন ছবিও তিনিই প্রথম নেটমাধ্যমে শেয়ার করেন। বিজেপি হুংকার ছেড়ে বলেন, ২ মে বাংলার জনগণ উত্তর দেবে বিজেপি যেন প্রস্তুত থাকে। শুক্রবার সকালে পিসি শাশুড়িকে দেখতে হাসপাতালে আসন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি চিকিৎসকদের কাছেও মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতিরও খোঁজখবর নেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই কয়লা কাম্ডে বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে অভিষেকের শান্তিনিকেতন বাসভবনে গিয়েছিলেন সিবিআই কর্তারা। এই ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করতে ছাড়েননি অভিষেক। তবে এর পরেপরেই তাঁকে জনসমাবেশে খুব একটা দেখা যাচ্ছে না। কারণ একুশের নির্বাচনে বিরোধী বিজেপি মমতাকে চেড়ে আক্রমণের নিশানায় রেকেছে ভাইপো অভিষেককেই। তায় ভাইপো বউ কি না কয়লা কেলেঙ্কারির তদন্তে সিবিআই-এর নোটিস পেয়েছেন। স্বভাবতই আলোচনার কেন্দ্রবিন্দুতে যে অভিষেক থাকবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিন মমতাকে দেখতে এসে হাসপাতাল চত্বরে সাংবাদিকদের এড়িয়েই গেলেন অভিষেক জায়া রুজিরা। আরও পড়ুন-WB Assembly Elections 2021: মনোনয়ন পেশ করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, দেখুন ছবি
বুধবার নন্দীগ্রামের রানিচকে একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বেরনোর মুখেই পড়ে যান তিনি এই দুর্ঘটনার জেরে তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে গুরুতর (সিভিয়ার) চোট রয়েছে। রক্ত জমেছে। এ ছাড়া চোট রয়েছে ডান কাঁধ, ডান হাত ও গলায়। ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা অনুভব করছেন। আগামী ৪৮ ঘণ্টার জন্য তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ সিটি স্ক্যানও হবে মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই তাঁর জখম হওয়া বাঁ পায়ে প্লাস্টার করা হয়েছে। হাসপাতালের বেডে শুয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে