Abhisheek Banerjee: এক দেশ এক ভোট প্রশ্নে মোদী সরকারকে কটাক্ষ, ইভিএম ইস্যুতে কংগ্রেসকে খোঁচা অভিষেকের

দেশের রাজনীতির দুটি বড় ইস্যু নিয়ে বিজেপি ও কংগ্রেসকে আলাদা আলাদাভাবে কটাক্ষ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee. (Photo Credits: X)

নতুন দিল্লি, ১৬ ডিসেম্বর: দেশের রাজনীতির দুটি বড় ইস্যু নিয়ে বিজেপি ও কংগ্রেসকে আলাদা আলাদাভাবে কটাক্ষ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'এক দেশ-এক ভোট' (One Nation One Election) প্রশ্নে মোদী সরকারকে কটাক্ষ করার পাশাপাশি ইভিএম কারচুপি ইস্যুতে কংগ্রেসকে ঘুরিয়ে খোঁচা মারতে ছাড়েননি অভিষেক। 'এক দেশ, এক ভোট' নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করলেন বাংলায় দীর্ঘমেয়াদে ভোট করানো নিয়ে। আর মহারাষ্ট্রে, হরিয়ানায় বড় হারের পর ইভিএমে কারচুপিকে ইস্যু করে মাঠা নামা কংগ্রেসের নাম সরসারি না করে, এই ইস্যুতে প্রমাণ দিতে বললেন ডায়মন্ড হারবারের তারকা সাংসদ। ইভিএম নিয়ে বক্তব্য রেখে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ালেন অভিষেক।

সারা দেশে একই সঙ্গে লোকসভা, বিধানসভা ভোট করানো নিয়ে অনেকটা এগিয়ে গিয়েছে নরেন্দ্র মোদী সরকার। লোকসভায় পাশ করিয়ে দ্রুত ভারতে 'এক দেশ, এক ভোট'নীতি চালু করতে মরিয়া কেন্দ্র সরকার। কিন্তু এর ফলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বড় ধাক্কা, সাংসদ ও বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্রের সম্ভাবনা রয়েছে, বিজেপির আগ্রাসী প্রচারের মুখে তা ভেঙে পড়তে পারে। এমন আশঙ্কায় 'এক দেশ-এক ভোট'নিয়ে মোদী সরকারের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস সহ ইন্ডিয়ার দলগুলি। আজ, সোমবার সংসদ চত্বরে দাঁড়িয়ে 'এক দেশ-এক ভোট'নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক কটাক্ষের সুরে বললেন, যারা বাংলায় আট দফায় নির্বাচন করায়, তারা দেশে এক এক দফায় নির্বাচন করবে! এটা সত্যি হাস্যকর!”

এক দেশ, এক ভোট প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়

পাশাপাশি তৃণমূলের অঘোষিত নম্বর টু-র অভিযোগ,দেশের ভোটপ্রক্রিয়ায় বদল এনে সংবিধান বদলে দিতে চাইছে বিজেপি। ডায়মন্ড হারবারের তৃণমূলের হেভিওয়েট সাংসদ বললেন, " অভিষেক বলেন, “দেশের ১৪০ কোটি মানুষের অধিকার কেড়ে নিয়ে, তাদের বিভ্রান্ত করছে কেন্দ্রের সরকার! যারা বাংলায় আট দফায় নির্বাচন করায়, তারা দেশে এক এক দফায় নির্বাচন করবে! এটা হাস্যকর!”

ইভিএম অনিয়ম অভিযোগ নিয়ে কী বললেন অভিষেক

মহাারষ্ট্রে অবাক করা ফলে মহা পরাজয়ের পর ইভিএম কারচুপি ও সামগ্রিক ভোটপ্রক্রিয়ায় দুর্নীতি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। এই ইস্যুতে অভিষেক বললেন,"যারা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের উচিত কারচুপি না মেশিন হ্যাক বা অনিয়মের ডেমো নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাওয়া। বুথকর্মীদের মক পোলের সময়ই ইভিএমের অনিয়ম পরীক্ষা করা উচিত। কিন্তু এরপরেও যদি মনে হয় EVM হ্যাক করা হয়েছে, তাহলে কমিশনে গিয়ে দেখানো উচিত কীভাবে সেই হ্যাক করা হয়েছে। এমনি অভিযোগ করে কোনও লাভ হবে না।"