Idris Ali Death: প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি, শেষকৃত্যের আগে মৃতদেহ আনা হল বিধানসভায়
বৃহস্পতিবার মধ্যরাত ২টো ২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অধুনা বিধায়ক। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। এছাড়া বার্ধক্যজনিত একাধিক রোগও ছিল তাঁর।
প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি (Idris Ali Death)। বৃহস্পতিবার মধ্যরাত ২টো ২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অধুনা বিধায়ক। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। এছাড়া বার্ধক্যজনিত একাধিক রোগও ছিল তাঁর। শাসক দলের এক নেতা জানিয়েছেন, ১৩ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ইদ্রিসকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৩।
মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রের বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া তৃণমূল শিবিরে। ইদ্রিস আলির মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানিয়েছেন মৃত বিধায়কের পরিবারকে। শুক্রবার পার্ক সার্কাসের একটি কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে খবর।
প্রয়াত ইদ্রিস আলি...
২০২১ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হন বিধায়ক ইদ্রিস আলি। আর সেই থেকেই তাঁর শরীর ক্রমশ ভাঙতে শুরু করে। সেই বছর বিধানসভা নির্বাচনের প্রচারেও সেভাবে দেখ যায়নি ইদ্রিসকে। তা সত্ত্বেও এক লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি। শুক্রবার শেষকৃত্যের আগে বিধানসভায় নিয়ে আসা হয়েছে ইদ্রিসের দেহ। সেখানে শ্রদ্ধা জানানো হবে তাঁকে। বিধায়কের মৃত্যুতে এদিনের বিধানসভা বাজেট অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে।